বাংলা নিউজ > ঘরে বাইরে > HTLS 2021: ‘সবাই ভাবত ৩৭০ ধারা বাতিল অসম্ভব’,কাশ্মীরের ভবিষ্যত নিয়ে যা বললেন শাহ

HTLS 2021: ‘সবাই ভাবত ৩৭০ ধারা বাতিল অসম্ভব’,কাশ্মীরের ভবিষ্যত নিয়ে যা বললেন শাহ

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এখন কাশ্মীরে শান্তি রয়েছে। মূল স্রোতের সঙ্গে সেখানেও উন্নয়ন হচ্ছে।’

‘জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার অসম্ভব বলেই ভাবত সবাই। তবে এখন কাশ্মীরে শান্তি রয়েছে। মূল শ্রোতের সঙ্গে সেখানেও উন্নয়ন হচ্ছে।'হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দুস্তান টাইমসের এডিটর ইন চিফ শশী শেখরের মডারশেনে চলা সেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ডিলিমিটেশনের পর জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক এবং ৩৭০ ধারা বাতিল সহ গত সাত বছরে সরকারের ‘অর্জন’-এর তালিকা তুলে ধরেন। শাহ দাবি করেন, ‘ভারতের প্রতিরক্ষা নীতি পররাষ্ট্র নীতির ছায়া থেকে বেরিয়ে এসেছে এবং আমরা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের উপযুক্ত জবাব দিয়েছি।’

এদিন অমিত শাহ বলেন, ‘প্রথমে ডিলিমিটেশন, তারপর জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো হবে - এটাই হবে প্রক্রিয়া। কিন্তু যাঁরাই অন্য কথা বলছেন, তাঁরা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন।’ অমিত শাহ আরও বলেন, ‘৭৫ বছর ধরে কাশ্মীরে ৩৭০ ধারা রয়েছে। তাহলে শান্তি কেন ছইল না সেখানে? ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে শান্তি রয়েছে। পর্যটন বেড়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে ভারতে সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য কাশ্মীরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে।

বন্ধ করুন