বিমানের বোমাতঙ্ক ঘিরে ভুয়ো বার্তা অব্যাহত। রবিবার দিনভর ৫০ টি ভারতীয় বিমানকে টার্গেট করে বোমাতঙ্ক উস্কে দিয়ে পর পর ভুয়ো বার্তা এসেছে। এই নিয়ে এপর্যন্ত ৩৫০ টি বিমানকে টার্গেট করে এসেছে ভুয়ো বার্তা। দেখা গিয়েছে, এই বেশিরভাগ ভুয়ো বার্তাই এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
রবিবার একদিনের মধ্যে, এপর্যন্ত আকাসা এয়ারলাইন্সের ১৫ ট বিমানকে টার্গেট করে বোমাতঙ্কের জেরে নিরাপত্তা অ্যালার্ট জারি হয়েছে। তবে বহু চেকিংএর পর, সমস্ত এয়ারক্রাফ্টের অপারেশনে ছাড়পত্র দেওয়া হয়। পাওয়া যায়নি কোনও সন্দেহজনক কিছু। একইভাবে দিনভর ইন্ডিগো পেয়েছে ১৮ টি বিমানে হুমকির বার্তা। সেখানেও সমস্ত বিমান ভালো করে খতিয়ে দেখার পর দেখা গিয়েছে কোনও সন্দেহজনক কিছু নেই। ভিস্তারাতেও এদিন এখনও পর্যন্ত ১৭ টি বিমানে বোমা হুমকি ছিল। তবে ওই ১৭ বিমান চেক করে দেখার পর কোনও সন্দেহজনক কিছু মেলেনি।
( Kalipujo 2024: কালীপুজোয় মাটির প্রদীপ বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে চান? দিওয়ালি ২০২৪র আগে রইল টিপস)
উল্লেখ্য, কিছুদিন আগেও, উত্তর প্রদেশের একাধিক জায়গায় রেল দুর্ঘটনার ষড়যন্ত্র ঘিরে কিছু সন্দেহজনক দিক উঠে আসে। এরপর একাধিক বিমানে গত কয়েক সপ্তাহ ধরে বোমা থাকা নিয়ে ভুয়ো বার্তা দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই তা সোশ্যাল মিডিয়া থেকে আসছে।
এদিকে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই বার্তাগুলি আসছে, সেগুলিকে নিষিদ্ধ করার পথে চিন্তা ভাবনা করছে কেন্দ্র। তিনি বলেন,' এগুলো প্রতিরোধে আমরা আন্তর্জাতিক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা ব্যুরোর সহায়তাও নিচ্ছি। আমরা দুটি অসামরিক বিমান চলাচল আইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছি।' সাফ বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘ যারা এই ধরনের কর্মকাণ্ডের অবলম্বন করে চলেছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং জরিমানা আরোপ করা হবে। আমরা এই ধরনের ব্যক্তিদের উড়ান নিষিদ্ধ করার জন্যও পদক্ষেপ নিচ্ছি। আগামী দিনে আমরা সেগুলো ঘোষণা করব।’