প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), শীর্ষ সরকারি কর্মকর্তা এবং ভারত জুড়ে বিভিন্ন বিমান ও ট্রেনে বোমাতঙ্ক ছড়িয়ে প্রায় ১০০টি ভুয়ো হুমকি ইমেল পাঠিয়েছিল জগদীশ উইকি। মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত গোন্দিয়া অঞ্চলের ৩৫ বছর বয়সি জগদীশ নাকি একটা সময়ে সন্ত্রাসবাদ নিয়ে একটি বই প্রকাশ করতে চেয়েছিল। রিপোর্ট অনুযায়ী, 'আতঙ্কওয়াদ - এক তুফানি রাক্ষস' (সন্ত্রাসবাদ - এক ঝোড়ো রাক্ষস) নামক বই লিখেছিল জগদীশ। সেটা জনসমক্ষে প্রকাশ করতে চেয়েছিল সে। আর সেই জগদীশ এর আগে পিএমও-তে বহু ইমেল করেছিল বইয়ের প্রচারের জন্যে। নাগপুর পুলিশে সাইবারক্রাইম বিভাগের ডিসিপি লোহিত মতানি এই দাবি করেছেন। (আরও পড়ুন: ৭২০০ কোটির দেনার বোঝায় আঁধারে ডুববে বাংলাদেশ? ১০০% বিদ্যুৎ বন্ধের বার্তা আদানির)
আরও পড়ুন: ৩ কি ৪% নয়, ভাতা বাড়ল ৭ গুণ! পকেট ভারী হবে বাংলার কোন সরকারি কর্মীদের?
আরও পড়ুন: আবেদনকারী ৭ লাখ, WBPSC ক্লার্কের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এখানে
নাগপুরের পুলিশ কমিশনার জগদীশকে নিয়ে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, 'মনে হচ্ছে, প্রাথমিকভাবে ইমেলের মাধ্যমে জগদীশ বারবার তাঁর বই প্রকাশের জন্য পিএমও এবং অন্যদের কাছে আবেদন করছিলেন। কিন্তু পরে হতাশায় তিনি ভুয়ো মেল পাঠানোর দিকে ঝুঁকলেন।' এদিকে নাগপুরের অতিরিক্ত সিপি সঞ্জয় পাতিল জানান, জগদীশ উইকির বইটি অনলাইনে সহজেই উপলব্ধ। বইটি সন্ত্রাসবাদী তত্ত্বের প্রাথমিক সংকলন বলে মনে হচ্ছে। (আরও পড়ুন: 'কি কিউট...', রাজ্যের বেতন ও ডিএ বৃদ্ধি হলেও ঠকেছেন সরকারি কর্মীরা?)
আরও পড়ুন: বনগাঁয় বিসর্জনের সময় শ্লীলতাহানি কাণ্ডে ধৃত লাল্টু কি সত্যি TMCP নেতা?
উল্লেখ্য, এর আগে নাকি একবার পিএমও-র সঙ্গে চাকরিপ্রার্থীদের সম্পর্ক নিয়ে অভিযোগ করেছিল এই জগদীশ। সেই ইস্যুতে আগেও পুলিশ জেরা করেছিল জগদীশকে। এছাড়া এর আগেও পিএমও-তে আপত্তিকর ইমেল পাঠানোর মামলায় জেরা করা হয়েছিল জগদীশকে। সেই সময় অপরাধ দমন শাখা তদন্ত করেছিল জগদীশের বিরুদ্ধে। তবে তখন কোনও ফৌজদারি মামলা রুজু হয়নি জগদীশের বিরুদ্ধে। আর রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতিক ইমেলগুলিতে 'মার্কিন সুরে' স্লিপার সেল নিয়ে 'সতর্ক বার্তা' দিয়েছিল জগদীশ। এমনকী পুলিশ তদন্ত চালিয়ে জানতে চাইছে যে মার্কিন সতর্কবার্তা থেকেই 'কপি-পেস্ট' করে নিজের ইমেল লিখেছিল কি না জগদীশ। এছাড়া ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোনকলেক তালিকা এবং মোবাইল, ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে। (আরও পড়ুন: 'পদ্ধতি মেনে ময়নাতদন্ত হয়নি ফালাকাটার নাবালিকার', প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ)
আরও পড়ুন: গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল, আক্রান্ত একের পর এক MLA, 'ড্যামেজ কন্ট্রোলে' কুণাল
বোমাতঙ্কের জেরে বিগত কয়েকদিনে ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ৫০০টি উড়ান ব্যাহত হয়েছে। ধারাবাহিক ভাবে এই বোমাতঙ্কের জেরে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন সংস্থাগুলি। এই আবহে বোমতঙ্ক ইস্যুতে বড় পদক্ষেপ করা হয়েছে। বোমাতঙ্ক বা হুমকির জেরে এক একটি উড়ানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়ার একটি সাম্প্রতিক রিপোর্টে। আর আনন্দবাজার পত্রিকার রিপোর্টে দাবি করা হল, উড়ানে বোমাতঙ্কের জেরে গত ২ সপ্তাহে ভারতীয় উড়ান সংস্থাগুলির ক্ষতির পরিমাণ ৬০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।