দরজায় কড়া নাড়ছে দোল। শত্রুতা ভুলে গিয়ে একে অপরকে আলিঙ্গন করার, ভালোবাসায় ভরিয়ে দেওয়ার দিন এটি। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দোলের আনন্দে ভাটা পড়তে পারে। তবে রঙ খেলায় বাধা থাকলেও, বাধা নেই নিজের প্রিয় মানুষকে বা আত্মীয়স্বজনকে শুভেচ্ছা জানাতে। দোলের বাছাই করা কয়েকটি শুভেচ্ছা দেওয়া রইল এখানে।
১. কামনা করি এই দোল তোমার জীবনকে আনন্দের রঙে রাঙিয়ে দিক এবং জীবনের আগামী অ্যাডভেঞ্চারের জন্য তোমাকে প্রস্তুত করুক। শুভ দোল
২. ২০২১ সালের দোল তোমার জীবনের প্রত্যেকটি ঋতু ও দিনকে যেন রাঙিয়ে দিয়ে যায়। তোমার প্রতিটি মুহূর্ত অঢেল আনন্দ ও ভালোবাসায় ভরে উঠুক। দোলের অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩. ঈশ্বর তোমাকে জীবনের প্রতিটি রঙ উপহারে দিন। আনন্দ, বন্ধুত্ব ও ভালোবাসার রঙে তোমার জীবন রঙীন হয়ে উঠুক। শুভ দোল
৪. এটি নিজেকে মেলে ধরার সময়। এ সময় অবসাদ মুক্ত কর নিজেকে। নিজের ও সকলের মিষ্টি মুখ কর, মেতে ওঠ দোলের অনাবিল আনন্দে। দোলের শুভেচ্ছা।
৫. ঈশ্বর তোমাকে শান্তি ও সুস্বাস্থ্য প্রদান করুন। তোমাকে ও তোমার পরিবারের জন্য রইল দোলের অনেক অনেক শুভেচ্ছে।
৬. দোলের দিনের মতোই বছরের বাকি ৩৬৫ দিন আনন্দে কাটুক তোমার, এই কামনা করি। শুভ দোল
৭. ঈশ্বর তোমার জীবনের ক্যানভাসকে সুন্দর রঙে ভরিয়ে দিক। তোমাকে ও তোমার পরিবারকে হোলির শুভেচ্ছা।
৮. আমাদের সম্পর্কের সুন্দর রঙের আনন্দ উৎসবে মেতে ওঠার উপযুক্ত সময় আজ। তোমার জন্য রইল দোলের শুভেচ্ছা।
৯. এই হোলিতে আমি তোমার কাছে থাকি বা দূরে, তাতে কোনও পার্থক্য সৃষ্টি হবে না। তুমি আমার হৃদয়ে চিরকাল ধরে আছ আর আমি চিরকাল তোমার হৃদয়ে থাকব। দোলের শুভেচ্ছা
১০. ইতিবাচকতা ও আনন্দের রঙে নিজের চিন্তাভাবনাকে রাঙিয়ে দাও। শুভ দোল।
১১. দোল উপলক্ষে আমরা আমাদের ভালোবাসা ও বোঝাপড়াকে আরও একবার মজবুত করে নিই এস। এই দোলে তোমার জন্য রইল অঢেল ভালোবাসা।
১২. প্রতিটি দিন রঙীন হওয়া উচিত। তবে কস্মিনকালে তা হয়ে থাকে। তাই দোলের অপেক্ষায় সমস্ত উচ্ছ্বাসকে নিজের মধ্যে জমিয়ে রাখ। আনন্দে কাটুক দোল।
১৩. তুমিই আমার জীবনের রঙ। আমার হাসির কারণ তুমিই। শুধু তোমার জন্যই আমি রঙীন স্বপ্ন দেখতে পারি। তাই এই দোলে তোমার জন্য পাঠালাম আমার রঙীন ভালোবাসা ও শুভেচ্ছা। শুভ দোল
১৪. তোমার অন্ততে লুকিয়ে থাকা শিশুটিকে আজ বেরিয়ে আসতে দাও। ভালোবাসা ও রঙের আনন্দ সাগরে ডুব দিয়ে চারিদিকে খেলা করতে দাও তাকে। দোলের শুভেচ্ছা
১৫. আমাদের মধ্যের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবের আনন্দে মেতে উঠি। শুভ দোল
১৬. যতদিন তুমি আমার হৃদয়ে আছ, ততদিন এই দূরত্বের কোনও গুরুত্ব নেই। তোমার জন্য রইল দোলের শুভেচ্ছা।
১৭. ঈশ্বর তোমার মস্তিষ্ক থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা মুছে তোমার চারপাশে আনন্দ ও ইতিবাচকতার বলয় সৃষ্টি করুক। দোল উপলক্ষে জানাই অনেক অনেক ভালোবাসা।
১৮. দোলের রঙ তোমার জীবনে আনন্দ ও উল্লাস নিয়ে আসুক। লাল আবীর হোক সমৃদ্ধির সহায়ক। হলুদ আবীরে লুকিয়ে থাকুক তোমার সুস্বাস্থ্যের আশীর্বাদ। দোলের শুভেচ্ছা।
১৯. ভালোবাসা ও সৌহার্দ্যে উৎসব দোল। প্রাণ খুলে এই দিনটিকে উপভোগ কর। তোমাকে আর তোমার পরিবারকে জানাই দোলের শুভেচ্ছা।
২০. কামনা করি দোল তোমার জীবনে নতুন সুযোগ নিয়ে আসুক। তোমার জন্য রইল দোলের শুভেচ্ছা।