বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah unveil MBBS: হিন্দিতে এমবিবিএস কোর্সের বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ, ইঞ্জিনিয়ারিং-পলিটেকনিক নিয়ে কোন ঘোষণা?

Amit Shah unveil MBBS: হিন্দিতে এমবিবিএস কোর্সের বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ, ইঞ্জিনিয়ারিং-পলিটেকনিক নিয়ে কোন ঘোষণা?

অমিত শাহের হাত ধরে প্রকাশিত হল হিন্দিতে এমবিবিএস কোর্সের বই। (ANI Photo) (Sanjeev Gupta)

অমিত শাহ বলেন, 'এটিই হল প্রথম শিক্ষা ক্ষেত্রকে পুর্নগঠনমূলক পদক্ষেপ। আমি গর্বিত হচ্ছি এটা জানিয়ে যে শিবরাজ সিং চৌহানের সরকারই হল প্রথম যারা নয়া শিক্ষানীতিকে কার্যকরীভাবে রাজ্যে প্রয়োগ করল। আর ছয় মাসের মধ্যে ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিকও হিন্দিতে শুরু হবে।' অমিত শাহ বলেন , 'এখন বিদেশিরা চিন্তাশক্তির অবসান ঘটাতে তাদের ভাষায় শিক্ষা চাপিয়ে আমাদের তরুণদের ব্রেন ড্রেন করার চেষ্টা করছে।'

হিন্দিতে লেখা এমবিবিএস কোর্সের প্রথমবর্ষের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনটি প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ফিজোলজি, বায়ো কেমিস্ট্রি ও অ্যানাটমি। মধ্যপ্রদেশের ভোপালে এদিন হিন্দিতে লেখা এমবিবিএস কোর্সের এই বই প্রকাশ করে একাধিক ঘোষণা করেছেন অমিত শাহ।

রবিবার ভোপালের লাল প্যারাড গ্রাউন্ডে এই বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন, 'এটিই হল প্রথম শিক্ষা ক্ষেত্রকে পুর্নগঠনমূলক পদক্ষেপ। আমি গর্বিত হচ্ছি এটা জানিয়ে যে শিবরাজ সিং চৌহানের সরকারই হল প্রথম যারা নয়া শিক্ষানীতিকে কার্যকরীভাবে রাজ্যে প্রয়োগ করল। আর ছয় মাসের মধ্যে ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিকও হিন্দিতে শুরু হবে।' অমিত শাহ বলেন , 'এখন বিদেশিরা চিন্তাশক্তির অবসান ঘটাতে তাদের ভাষায় শিক্ষা চাপিয়ে আমাদের তরুণদের ব্রেন ড্রেন করার চেষ্টা করছে।' এক্ষেত্রে তিনি দাদাভাই নৌরাজির এক থিওরির প্রসঙ্গ তুলে বলেন, 'নিজের মাতৃভাষায় পড়া, বোঝা, ভাবার সুযোগ করে দিয়ে নরেন্দ্র মোদী ব্রেইন গেইন সংযুক্ত করছেন ভারতের শিক্ষানীতিতে।' অমিত শাহ বলতে থাকেন, 'একজন মানুষের ভাববার শক্তি তাঁর মাতৃভাষাতেই হয়। সেই জন্যই নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে, কোনও মানুষের সঙ্গে অন্য ভাষায় কথা বললে সেই কথা হয়তো তাঁর মস্তিষ্কে প্রবেশ নাও করতে পারে, তবে তা তার মাতৃভাষায় বললে তা মনে পৌঁছয়'। অমিত শাহের দাবি, নিজের মাতৃভাষায় পড়াশোনার সুবিধার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাড়ির এই সব ভাঙাচোরা জিনিস দিয়ে বানান গাছের টব! সহজ টিপস দেখে নিন

 

উল্লেখ্য, দেশের ১০ টি রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের বই নিজের মাতৃভাষায় অনুবাদ শুরু করা হয়েছে, বলে জানান অমিত শাহ। এতে শিক্ষাক্ষেত্রে বড়সড় বদল আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও গবেষণা ক্ষেত্রেও স্থানীয় ভাষার প্রয়োগ বেড়ে যেতে পারে বলে খবর। অমিত শাহ জানিয়েছেন, ইতিমধ্যেই ১২ টি ভাষায় জেইই, নিট, ইউজিসির পরীক্ষাগুলি শুরু হয়েছে। এদিকে, এই অনুষ্ঠানে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, যে পড়ুয়ারা হিন্দি ভাষায় মেডিক্যাল পড়বেন, তাঁদের নম্বর ও মূল্যায়ন আলাদাভাবে করা হবে। যদিও এই ঘটনা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসকের মতে, 'তিনটি বই হিন্দিতে অনুবাদ করলেই হিন্দিতে এমবিবিএস পড়ানো শুরু হবে এমনটা নয়। আমি জানি এটি একটি চলন্ত প্রক্রিয়া। তবে এটি দ্রুত না করা হলে, মুশকিল বাড়তে পারে পড়ুয়াদের।'

বন্ধ করুন