নির্ভয়াকাণ্ডের অন্যতম অভিযুক্ত মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ দেওয়া হোক।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এমনই সুপারিশ পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সংবাদসংস্থা পিটিআইয়ের খবর।
আরও পড়ুন :নির্ভয়া-দোষীদের ফাঁসির ড্রেস রিহার্সাল হল তিহাড়ে
সংশ্লিষ্ট মহলের মত, স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশের পর মুকেশের ফাঁসি থেকে বাঁচার যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে গেল।কারণ এরকম ক্ষেত্রে মন্ত্রিসভার (এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক) সুপারিশ মেনে নেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন : নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ২২ জানুয়ারি- অবশেষে বিচার পেলাম, খুশিতে বললেন মা
গত ৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট নির্ভয়াকাণ্ডের চার দোষীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। শেষমুহূর্তে প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ। সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তারপর তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আজই সেই আর্জি নিয়ে রাষ্ট্রপতির আদেশ জারি হতে পারে।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডের সাত বছর- ফাঁসুড়ে হতে চেয়ে বিদেশ থেকে চিঠি তিহাড়ে
তবে রাষ্ট্রপতি মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেও এখনই ফাঁসি কার্যকর নাও হতে পারে। কারণ বাকি তিনজন এখনও প্রাণভিক্ষার আর্জি জানায়নি। যতবার প্রাণভিক্ষার আর্জি জানানো হবে, ততবার পিছোবে ফাঁসি।
আরও পড়ুন : তৈরি তিহাড়, নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসির দায়িত্বে মীরাটের ফাঁসুড়ে