বাংলা নিউজ > ঘরে বাইরে > ট্রাম্পের সফরের সময়েই দিল্লিতে হিংসার রমরমা, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেন্দ্র

ট্রাম্পের সফরের সময়েই দিল্লিতে হিংসার রমরমা, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেন্দ্র

মার্কিন প্রেসিডেন্টের সফরের সময়েই দিল্লিতে উত্তেজনা ছড়ানোয় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময়েই যাতে দিল্লিতে হিংসাত্মক ঘটনায় আইন-শৃঙ্খলা শিকেয় ওঠে, তা ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে, এমনই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক।

ট্রাম্পের ৩৬ ঘণ্টার সফরের সঙ্গে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ-বিরোধী অবস্থান ঘিরে লাগাতার দুই দিন ধরে হিংসাত্মক ঘটনায় ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে সোমবার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক ঘনিষ্ঠ আধিকারিকরা।

সিএএ বিরোধী অবস্থান কেন্দ্র করে সোমবার আবার দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয় দিল্লির জাফরাবাদের মৌজপুর ও ভজনপুরা অঞ্চলে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লালের। আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। তবে সন্ধ্যায় দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি আপাতত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবারের পরে সোমবারও সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর এলাকা। দুই পক্ষের মধ্যে ফের পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।এর মধ্যেই শোনা যায় 'জয় শ্রীরাম' স্লোগান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে।সংঘর্ষের মোকাবিলায় মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনী।শহর ও লাগোয়া অঞ্চলের দশটি জায়গায় ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির উপরে কড়া নজর রাখা হচ্ছে, জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল।

এ দিনও ঘটনার জেরে দিল্লি মেট্রোর জাফরাবাদ ও মৌজপুর-বাবরপুর স্টেশনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টুইটারে এই বিষয়ে বার্তা দেয় দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন। এই দুই স্টেশনে এ দিন কোনও ট্রেন থামবে না বলে জানিয়েছে ডিএমআরসি।

প্রসঙ্গত, রবিবার সকালেও মৌজপুরে দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়ি হলে বেশ কয়েক জন আহত হন। অবস্থা সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। বন্ধ করে দেওয়া হয় জাফরাবাদ ও মৌজপুর-বাবরপুর মেট্রোরে স্টেশনের গেট।

পর পর দুই দিনের একই রকম ঘটনার জেরে মেট্রো স্টেশন লাগোয়া বেশ কিছু বাড়ির কাচ ভেঙেছে বলে জানিয়েছে পুলিশ। এ দিন থমথমে হয়ে রয়েছে গোটা জাফরাবাদ ও সংলগ্ন এলাকা।

এ দিনের ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার রাত থেকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) রদ করার দাবিতে জাফরাবাদে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন প্রায় ৫০০ মহিলা। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে জাফরাবাদ ও চাঁদবাদ এলাকার সড়ক।

রবিবার বিকেলে স্থানীয় বিজেপি নেতা কপিল মিশ্র সিএএ-এর সমর্থনে একটি সভা ডাকেন। সভা শেষ হওয়ার পরেই পরস্পরের উপরে হামলা চালায় দুই গোষ্ঠী। পরে টুইট করে কপিল জানিয়েছেন, ‘মৌজপুর এলাকায় পথ অবরোধ তুলতে পুলিশকে তিন দিন সময় দিচ্ছি। কারণ সোমবার ভারত সফরে এসে দিল্লিতে রাত কাটাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়সীমা পেরিয়ে গেলে দয়া করে আমাদের বোঝাতে আসবেন না, আমরা আর কোনও কথা শুনব না।’

ঘরে বাইরে খবর

Latest News

শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র বি-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষৎ কার উপর নির্ভর, জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা? প্রবল তাপপ্রবাহ চলবে, বুধ পর্যন্ত গরমে 'রোস্ট' হতে হবে, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? PAK vs NZ: T20 WC 2024-র আগে পাকিস্তান দলে ধাক্কা! চোটের কবলে রিজওয়ান ও ইরফান হিটস্ট্রোক হলে শরীরে দেখা দেয় এই ৫ লক্ষণ, মৃত্যু এড়াতে জেনে নিন প্রতিরোধের উপায় IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি লেবু থেকে রস বেশি পাওয়া যায় এইভাবে রেখে দিলে! খুব সহজ উপায়টি দেখে নিন

Latest IPL News

IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.