বাংলা নিউজ > ঘরে বাইরে > ধৃতদের ৫৩ শতাংশের বয়স তিরিশের কম, UAPA সংশোধনীর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের

ধৃতদের ৫৩ শতাংশের বয়স তিরিশের কম, UAPA সংশোধনীর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের

UAPA সংশোধনীর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের (ফাইল ছবি এেএনআই) (HT_PRINT)

গত তিন বছরে ইউএপিএ-র আওতায় সবথেকে বেশি গ্রেপ্তারির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এরপরই তালিকায় আছে মণিপুর এবং জম্মু ও কাশ্মীর।

স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার সংসদকে জানিয়েছে যে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) সংশোধন করার কোনও পরিকল্পনা নেই সরকারের। মন্ত্রণালয় তরফে জানা গিযেছে, গত বছর এই আইনে দেশে মোট ১৩২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে ইউএপিএ আইনের আওতায় মোট ৪ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৫৩.৩২ শতাংশ তিরিশ বছরের কম বয়সী।

লোকসভায় মহেশ সাহু, অধীর রঞ্জন চৌধুরী, মালা রায় এবং কে মুরলীধরন সহ বিরোধী দলগুলির ১১ জন নেতার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল জানিয়ে দেয় যে আপাতত ইউপিএ-তে সংশোধন আনার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। সংসদ সদস্যরা জানতে চেয়েছিলেন যে নিরপরাধ লোকদের হয়রানি রোধ করার জন্য ইউএপিএ আইন সংশোধন করার পরিকল্পনা করছে কিনা।উল্লেখ্য, এই আইনে ধৃতদের মধ্যে বিপুল সংখ্যক অভিযুক্ত খালাস পাওয়ার যুক্তিটিকে তুলে ধরে এই আইনের অপব্যবহারের প্রেক্ষিতে এই প্রশ্ন করা হয়েছিল।

এদিকে এই আইন সংক্রান্ত পরিসংখ্যান দিতে গিয়ে স্বারাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে উত্তরপ্রদেশ থেকে ইউএপিএর আওতায় গ্রেপ্তার হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৩৩৮ জন। এদের মধ্যে ৯৩১ জন অর্থাৎ প্রায় ৬৯.৫৮ শতাংশের বয়স ৩০ শতাংশের কম। এর পরেই এই আইনে সবথেকে বেশি গ্রেপ্তারির ঘটনা ঘটেছে মণিপুরে। সেখানে মোট গ্রেপ্তার হযেছে ৯৪৩ জন। আর জম্মু ও কাশ্মীরে গ্রেফতার এই সময়কালে গ্রেপ্তার হয়েছে ৭৫০ জন।

 

ঘরে বাইরে খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.