বাংলা নিউজ > ঘরে বাইরে > Homework for BJP MPs: লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদদের হোমওয়ার্ক দিলেন 'হেডমাস্টার' নড্ডা

Homework for BJP MPs: লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদদের হোমওয়ার্ক দিলেন 'হেডমাস্টার' নড্ডা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসংযোগ বাড়াতে বিজেপি সাংসদদের বিশেষ নির্দেশ দলের সভাপতির। (HT_PRINT)

দিনে ৯টি করে এবং সপ্তাহে তিনটি করে কাজ করতে বিজেপি সাংসদদের নোট পাঠানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার তরফে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সাংসদদের এই ‘হোমওয়ার্ক’ দেওয়া হচ্ছে। কী রয়েছে এই হোমওয়ার্কে?

গরমে গোটা দেশের অবস্থা নাজেহাল। এরই মধ্যে ধীরে ধীরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক, বিরোধী উভয় পক্ষই। গতবছরের শেষ ও এবছরের বছরের শুরুতেই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করতে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে জনসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে বিজেপির ভরসা সোশ্যাল মিডিয়া। আর এর জন্যই প্রতিটি সাংসদকে 'হোমওয়ার্ক' দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। জানা গিয়েছে, রোজকার ৯টি এবং সাপ্তাহিক তিনটি কাজ করতে বলা হয়েছে প্রতিটি সাংসদকে। এর মধ্যে রয়েছে রোজ নিয়ম করে সাত থেকে আটটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা।

সম্প্রতি বিজেপির তরফে প্রতিটি সাংসদকে একটি নোট পাঠানো হয়েছে। তাতে লেখা হয়েছে, রোজকার সোশ্যাল মিডিয়া পোস্ট করতে যদি কেউ অক্ষম হন, তাহলে তিনি সোশ্যাল মিডিয়া টিম নিয়োগ করতে পারেন। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে বিভিন্ন পোস্ট করতে বলা হয়েছে। ভিডিয়ো পোস্টের ওপর জোর দিতে বলা হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ের ওপর জোর দিয়ে পোস্ট করতে বলা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রীর দফতরের তরফে যে পোস্ট করা হয়, তা রিটুইট করতেও বলা হয়েছে। জানা গিয়েছে, গত ৪ এপ্রিল জেপি নড্ডা এই নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেখানেই সাংসদদের দৈনিক ৯টি এবং সাপ্তাহিক ৩টি টাস্ক নির্ধারণ করা হয়েছিল। এরপরই সেই সংক্রান্ত নোট পাঠানো হয়েছিল দলের সমস্ত সাংসদদের।

ডিজিটাল যুগে বিনামূল্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসংযোগ বৃদ্ধির জন্য বলা হয়েছে সাংসদদের। ২০২৪ সালের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সাংসদদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কনটেন্ট দেওয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে। এদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া কনটেন্ট পোস্ট করতে যাতে বিলম্ব না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে সাংসদদের। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সাংসদদের উপস্থিতি বৃদ্ধির বিষয়টি আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত। দলের প্রতিষ্ঠা দিবসেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে রিলস-এর যুগ। জন সংযোগ এবং তথ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সাংসদ থেকে পঞ্চায়েত কর্মীদের এই নিয়ে প্রশিক্ষণ দিতে হবে। এমনকী সব সাংসদদের সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর নজর রাখেন মোদী নিজে। কারও ভালো পোস্ট দেখলে তিনি তার প্রশংসা করেন। আবার কারও দায়সারা কোনও পোস্ট দেখলে তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন মোদী। এদিকে বিজেপির মধ্যে অনেক সাংসদ বা নেতা আছেন যারা সোশ্যাল মিডিয়ায় ততটা স্বাচ্ছন্দ নন। সেই সব সাংসদরাও নিজেদের বদলাচ্ছেন ২০২৪ সালের আগে।

 

ঘরে বাইরে খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.