সম্প্রতি সম্পন্ন হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের মধ্যে মহারাষ্ট্রে কীভাবে এক কোটি বেশি ভোটার বেড়ে গেল? এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন ঠিকমতো ভোট পদ্ধতি পালন করছে না বলে সরাসরি অভিযোগ তোলেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: ‘রাষ্ট্রদ্রোহিতা এটা’, দেশের স্বাধীনতা নিয়ে ভাগবতের উক্তিতে খচে লাল রাহুল গান্ধী
এদিন রাহুল গান্ধী বলেছেন, যে লোকসভা ভোট ও বিধানসভা নির্বাচনের মধ্যে মহারাষ্ট্রে হঠাৎ করে এক কোটি ভোটার বেড়ে গিয়েছে। এটা গুরুতর সমস্যা। ভোটাদের তালিকা সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনের একটি পবিত্র দায়িত্ব ছিল। কিন্তু, সেই দায়িত্ব নির্বাচন কমিশন পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমি সেই সময় নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম এটা আপনাদের কর্তব্য ভোটার তালিকা বিরোধীদের কাছে স্বচ্ছ রাখা। আমরা বলেছিলাম যে মহারাষ্ট্রে ভোটারদের তালিকা আমরা দেখতে চাই। ভোটারদের নাম এবং ঠিকানা জানতে চেয়েছিলাম যারা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আমরা বলেছিলাম এই তথ্য দিলেই সমস্যার সমাধান হবে।’
কংগ্রেসের নতুন অফিসের উদ্বোধনের পরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে, রাহুল আরও বলেন, নির্বাচন কমিশন বিরোধীদের ভোটারদের তালিকা সরবরাহ করতে অস্বীকার করেছে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কমিশন যেভাবে নির্বাচন করছে তাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না, যে বিপুল সংখ্যক ভোটার হঠাৎ করে লোকসভা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মধ্যে উপস্থিত হয়েছে। তাতে সমস্যা রয়েছে। তিনি জানান, নির্বাচন কমিশনের কাছে ভোটারদের তালিকা পেলেই তা স্পষ্ট হয়ে যেত।
বিজেপি এবং আরএসএসকে আক্রমণ করে রাহুল বলেন, ‘আপনারা যদি মনে করেন আমাদের লড়াই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে তাহলে আপনারা বুঝতে পারেননি কি হতে চলেছে। বিজেপি এবং আরএসএস দেশের প্রতিটি প্রতিষ্ঠান দখল করে রেখেছে। আমরা এখন বিজেপি, আরএসএস এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি।’ তিনি আরও বলেন, যে তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং সংস্থাগুলি কাজ করছে কি না তা স্পষ্ট নয়।