Cash Limit At Home: ইডি, সিবিআই-এর মতো বড় তদন্তকারী সংস্থাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অনেকের বাড়ি থেকেই নগদ কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একজন সাধারণ মানুষ তাঁর ঘরে কত টাকা পর্যন্ত রাখতে পারেন?
1/6নিজের বাড়িতে কত টাকা পর্যন্ত রাখা যায়? এর কোনও নিয়ম আছে? এক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম আগে জেনে রাখুন। নগদ অনুদানের ক্ষেত্রে উর্ধ্বসীমা ২,০০০ টাকা। কোনও ব্যক্তির থেকে ২০ হাজার টাকার বেশি নগদ ঋণ নিতে পারবেন না। অন্যদিকে ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার উপরে নগদ টাকা তুললে, তার উপর TDS ধার্য করা হয়। প্রতীকী ছবি: পিটিআই (PTI)
2/6বাড়িতে টাকা রাখতেই পারেন। সেক্ষেত্রে টাকার উৎস প্রকাশ করতে হবে। আপনি যদি অর্থের উৎস বলতে না পারেন, তাহলে আপনাকে বাজেয়াপ্ত টাকার ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে। নিয়ম অনুযায়ী, কোনও অর্থবর্ষে ২০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রেও জরিমানা প্রযোজ্য হতে পারে। প্রতীকী ছবি: রয়টার্স (PTI)
3/6ব্যাঙ্ক থেকে একবারে ৫০ হাজার টাকার বেশি তোলা বা জমা করার জন্য PAN এন্ট্রি বাধ্যতামূলক। যদি কোনও ব্যক্তি ১ বছরে ২০ লক্ষ টাকা নগদ জমা করেন, তাহলে তাঁকে PAN এবং আধারের বিবরণ দিতে হবে। PAN এবং আধারের তথ্য প্রদানে ব্যর্থ হলে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রতীকী ছবি: রয়টার্স (PTI)
4/6নগদ কেনাকাটা করার সময় ২ লক্ষ টাকার বেশি ‘ক্যাশ’ দেওয়া যাবে না। ২ লক্ষ টাকার উপরে নগদ কেনাকাটা করলে তার জন্য প্যান এবং আধার কার্ডের কপি বাধ্যতামূলক। যদি কোনও ব্যক্তি কেনাকাটার ক্ষেত্রে ৩০ লক্ষ টাকার বেশি ব্যবহার করেন, তবে তিনি তদন্তকারী সংস্থাদের নজরে এসে যাবেন। প্রতীকী ছবি: রয়টার্স (PTI)
5/6ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করার সময় কেউ যদি একবারে এক লক্ষ টাকার বেশি প্রদান করেন, সেক্ষেত্রে তাঁর লেনদেন নজরের আওতায় এসে যাবে। প্রতীকী ছবি: রয়টার্স (PTI)
6/6কোনও আত্মীয়ের কাছ থেকে দিনে ২ লক্ষ টাকার বেশি নগদ নেওয়ার অনুমতি নেই। তবে এক্ষেত্রে মাথায় রাখবেন, নগদে টাকা নেওয়া যাবে না। ব্যাঙ্কের মাধ্যমে এই লেনদেন করা বাধ্যতামূলক। ফাইল ছবি : মিন্ট (PTI)