বাংলা নিউজ > ঘরে বাইরে > Life Certificate: ভিডিয়ো কল করেই SBI-তে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন পেনশনাররা! রইল পদ্ধতি

Life Certificate: ভিডিয়ো কল করেই SBI-তে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন পেনশনাররা! রইল পদ্ধতি

ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স (Reuters)

এক বছর আগেই দেশের প্রথম ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবা চালু করে SBI। এই বিষয়ে প্রচারের স্বার্থে ৭ নভেম্বর একটি টুইট করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বাড়িতে বসে ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন। পেনশনভোগীদের জন্য নয়া সুবিধা এনেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এক বছর আগেই দেশের প্রথম ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবা চালু করে SBI।

এই বিষয়ে প্রচারের স্বার্থে ৭ নভেম্বর একটি টুইট করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাতে লেখা হয়, 'ভিডিয়ো লাইফ সার্টিফিকেট(VLC) দিন সহজেই। এমনকী পারিবারিক পেনশনভোগীরাও এসবিআই পেনশন সেবা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা পাবেন।' আরও পড়ুন: UCO Bank FD Interest Rate Hike: স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল UCO ব্যাঙ্ক, জানুন এই সরকারি ব্যাঙ্কের নয়া রেট

কীভাবে ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা দেবেন?

১) এর জন্য প্রথমে পেনশন সেবা ওয়েবসাইটে যান। <https://www.pensionseva.sbi> এবং সেখানে 'VideoLC'-তে ক্লিক করুন।

এছাড়াও PensionSeva মোবাইল অ্যাপের ব্যবহার করতে পারেন। অ্যাপ খুলতেই প্রথম স্ক্রিনেই 'ভিডিও লাইফ সার্টিফিকেট' অপশন পেয়ে যাবেন। তাতে টাচ করুন।

২) এরপর নির্দিষ্ট বক্সে আপনার এসবিআইয়ের পেনশন অ্যাকাউন্ট নম্বর দিনন। আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে আসা OTP দিন।

৩) ‘Terms & Conditions’ পড়ে নিন। তারপর 'Accept' করুন। 'Start Journey'-তে ক্লিক করুন।

৪) প্যান কার্ড হাতের কাছে রাখুন। 'I am Ready'-তে ক্লিক করুন।

৫) ভিডিয়ো কল শুরু করার অনুমতি দিন। এসবিআই আধিকারিক এলেই আলোচনা শুরু হবে। (নিজের সময়মতোও সেই সাক্ষাতের সময় আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন)।

৬) আপনার স্ক্রিনে দেখানো চার ডিজিটের ভেরিফিকেশন কোড জানতে চাইবেন এসবিআই আধিকারিক।

৭) এসবিআই আধিকারিককে নিজের প্যানকার্ড নম্বর দেখান। তা ছবি তুলে নিতে দিন।

আরও পড়ুন: টোটাল পয়সা ওয়াসুল! LIC-র এই ‘মানি ব্যাক’ স্কিম ৪ বছরেই আপনাকে করতে পারে মালামাল

৮) আপনার ছবি তুলবেন এসবিআই আধিকারিক। তারপর ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

বন্ধ করুন