আয়ের উপর বেশি টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা TDS) কেটে নেওয়া হয়? তাহলে আয়কর রিটার্ন দাখিলের সময় রিফান্ডের আর্জি জানাতে পারবেন। যে আইটি রিটার্ন (Income Tax Return বা ITR) প্রক্রিয়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।
কীভাবে TDS রিফান্ড পাবেন?
১) আয়কর রিটার্ন দাখিলের সময় ডিডাকশনের বিষয়টি উল্লেখ করে TDS রিফান্ড পেতে পারেন। পুরো বিষয়টি যাচাইয়ের পর আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা রিফান্ড করে দেবে আয়কর দফতর।
২) এছাড়াও ব্যাঙ্কে ফর্ম ১৫জি (Form 15G) দাখিল করেও টিডিএস রিফান্ডের আর্জি জানাতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি এবং তথ্যের সঙ্গে ব্যাঙ্কে ফর্ম ১৫জি জমা দিতে হবে।
TDS রিফান্ড প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা কীভাবে দেখবেন?
১) আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল (e-filing portal) www.incometaxindia.gov.in-তে যান।
২) প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৩) ড্রপ-ডাউন মেনু থেকে 'View Return/Forms' বেছে নিন।
৪) ড্রপ-ডাউন মেনু থেকে 'Income Tax Returns' বেছে নিতে হবে।
৫) অ্যাসেসমেন্ট ইয়ার বেছে নিন এবং 'Submit'-এ ক্লিক করুন।
৬) ড্রপ-ডাউন মেনু থেকে 'Acknowledgement Number' বেছে নিন।
এছাড়াও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজটরি লিমিটেড (National Securities Depository Limited বা NSDL) ওয়েবসাইট (এখানে ক্লিক করুন) থেকেও TDS রিফান্ডের স্টেটাস জানা যাবে। করদাতাদের অ্যাসেসমেন্ট ইয়ার বেছে নিতে হবে। তারপর জমা দিতে হবে প্যান কার্ডের তথ্য এবং ক্যাপচা কোড। ‘Proceed’-এ ক্লিক করতে হবে। তথ্য যাচাইয়ের পর রিফান্ডের স্টেটাস জানতে পারবেন করদাতারা।