বাংলা নিউজ > ঘরে বাইরে > ITR ফাইল করা হয়নি? TDS রিফান্ড পেতে কী করতে হবে?

ITR ফাইল করা হয়নি? TDS রিফান্ড পেতে কী করতে হবে?

ফাইল ছবি : পিটিআই (PTI)

নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে। আইটি আইনের ১১৯(২) নম্বর ধারার অধীনে এই সুযোগ পাবেন। আর সেই নিয়মের মাধ্যমেই সময়ের পরেও রিফান্ডের জন্য একটি উইন্ডো পাবেন। তবে এই ধরণের রিটার্ন ক্লেমের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম।

TDS বা ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স। নির্দিষ্ট সময়ে আইটি ফাইল করে TDS-এর রিফান্ডের জন্য আবেদন করা যায়। আয়করের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট তারিখ শেষ হয়ে যায় সেক্ষেত্রে করদাতারা টিডিএস রিফান্ডের ক্লেম করতে পারবেন না।

তবে এই নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে। আইটি আইনের ১১৯(২) নম্বর ধারার অধীনে এই সুযোগ পাবেন। আর সেই নিয়মের মাধ্যমেই সময়ের পরেও রিফান্ডের জন্য একটি উইন্ডো পাবেন। তবে এই ধরণের রিটার্ন ক্লেমের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম।

করযোগ্য আয় ২.৫ লক্ষ টাকার কম(প্রবীণ নাগরিকদের জন্য ৩ লক্ষ টাকা) হলে সেক্ষেত্রে ১১৯ ধারার অধীনে TDS রিফান্ড ক্লেম করা যেতে পারে।

অন্যদিকে ১১৯ নম্বর ধারা অনুযায়ী, প্রধান আয়কর কমিশনার বা কমিশনারদের উদ্দেশে রিফান্ডের দাবি করা যেতে পারে। তবে সেক্ষেত্রে রিফান্ড ক্লেমের অঙ্ক সেই বছরের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। অন্যদিকে একইভাবে, ১০ লক্ষ-৫০ লক্ষ টাকার মধ্যে করযোগ্য আয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স রিফান্ডের জন্য বিবেচনা করতে পারবেন। অন্যদিকে ৫০ লক্ষ টাকার উপরে ক্লেম হলে সেক্ষেত্রে CBDT-এর বিবেচনা করবে।

একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরুন, কোনও প্রবীণ নাগরিকের স্থায়ী আমানতের থেকে প্রাপ্ত সুদের উপর কর কাটা হয়েছে। এদিকে খারাপ স্বাস্থ্যের কারণে তিনি সময়মতো আইটিআর ফাইল করতে পারেননি। সময়সীমা মিস করে গিয়েছেন। এমন পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি TDS রিফান্ড ক্লেম জমা করতে পারবেন।

পরবর্তী খবর

Latest News

হোম টেস্টে ভারতের রেকর্ড দেখলে বুক কাঁপবে শাকিবদের, রোহিতরা চিন্তায় একটি বিষয়ে মাছ, মাংস, ডিম ছাড়া দিন চলে না? জানেন কি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের মলিউডের ‘হেমা কমিশন’-এর আদলে টলিউডে 'আত্মশ্রী', মাথায় কাকে বসাতে পারেন মমতা? 'রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা, পাহারা দিতে হচ্ছে তৃণমূলকে, এ কেমন রাত দখল?' চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল? কথাটা কি ঠিক? কী বলছে বিজ্ঞান এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.