শ্রুতি তোমার
মধ্য়প্রদেশের এক মন্ত্রী নারায়ণ সিং খুশওয়া। তিনি পুরুষদের মদ খাওয়া ছাড়ানোর জন্য অভিনব কিছু পরামর্শ দিয়েছেন। আর সেই নির্দেশ শুনে কার্যত শোরগোল পড়েছে সেই রাজ্য়ে।
সামাজিক ন্যায় বিষয়ক মন্ত্রী নারায়ণ সিং খুশওয়া একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেখানে মূলত মদ্যপানের নানা খারাপ দিককে তুলে ধরা হচ্ছিল।
তিনি আসলে গোয়ালিয়রের বিধায়ক। তিনি সেই অনুষ্ঠানে বলেন, মা ও বোনেরা একমাত্র তাদের স্বামীদের মদ্যপানের অভ্যাস ছাড়াতে পারবেন। মহিলাদের প্রথমে বলা দরকার যে তাদের স্বামীরা যেন বাজারে মদ্য়পান না করেন। তাদেরকে বলা দরকার যে তুমি মদ কিনে নিয়ে এসে আমার সামনে খাও। যদি তারা বাড়িতে মহিলাদের সামনে খায় তবে তাদের মদ খাওয়ার সীমা ছাড়়াবে না। এই ভাবে তাদের মদ খাওয়ার পরিমাণ ক্রমশ কমতে থাকবে। এরপর তারা স্ত্রী ও সন্তানদের সামনে মদ খেতে লজ্জা বোধ করবেন। এরপর মহিলাদের বলা উচিত যে এমন করলে কিন্তু তাদের ছেলেরাও বড় হলে মদ খাবে। তারা এরপর ধীরে ধীরে মদ ছেড়ে দেবে। এটা সম্ভব।
সেই সঙ্গেই মন্ত্রী বলেন, মাতাল স্বামীকে বেলন( রুটি বেলার) দেখান। তাদের জন্য় রান্না করে দেবেন না। মহিলাদের এনিয়ে সংগঠন করা দরকার। পুরুষরা যাতে মদ ছেড়ে দেন সেকারণে বেলন গ্যাং তৈরি করুন।
সেই সঙ্গে মদ ছাড়ার জন্য তিনি বাসিন্দাদের দিয়ে শপথবাক্য পাঠ করান।
এদিকে এই ঘটনায় কটাক্ষ করেছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের মুখপাত্র স্বদেশ শর্মা জানিয়েছেন, মদের নেশা একটা সামাজিক সমস্যা। এর জেরে মহিলারা বেশ সমস্যায় পড়ছেন। মদ নিষিদ্ধ করার দীর্ঘদিনের প্রতিশ্রুতিটা না পালন করে বিজেপি মন্ত্রিসভার সদস্য এখন বাড়িতে মদ বিরোধী সংগঠন করার জন্য মহিলাদের আজব সব পরামর্শ দিচ্ছেন।
এদিকে মদ খাওয়া নিয়ে বহু পরিবারে অশান্তি লেগেই থাকে। এমনকী বহু সম্পর্ক ভেঙে যায় এই মদ খাওয়ার জন্য। মদের পেছনে উড়ে যায় বহু টাকা। তারপরেও মদ ছাড়তে চান না স্বামী। এবার সেই মদ ছাড়ার জন্য বিশেষ পরামর্শ দিলেন মন্ত্রী। কিন্তু এই পরামর্শ কতটা মানা সম্ভব, এতে বাড়িতে আরও অশান্তি বাড়বে কি না সেটাও সন্দেহের। কারণ এই ধরনের দমন পীড়ন স্বামীর উপর চালালে অশান্তি আরও বেড়ে যেতে পারে, হিতে কার্যত বিপরীত হওয়ার সম্ভাবনাটাও রয়েছে এক্ষেত্রে।