Howrah Rajdhani Overcrowding: রাজধানী না বনগাঁ লোকাল, ধরতে পারবেন না! হাওড়া থেকে ছেড়ে যাওয়া ট্রেনে 'পটনা আতঙ্ক'
Updated: 18 Feb 2025, 09:53 AM ISTনয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে যাত্রী মৃত্যুর ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। এরই মধ্যে সম্প্রতি আসানসোলে প্রায় 'তেমনই' ভিড় দেখা গিয়েছিল। আর এবার হাওড়া থেকে ছেড়ে যাওয়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের ওঠার হিড়িকে ফিল সেই আতঙ্ক।
পরবর্তী ফটো গ্যালারি