আগেই জানানো হয়েছিল। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হল, আগামী বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্মে এবারও উপস্থিতির জায়গায় 'NA' লিখতে হবে। বা অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে সেই শূন্যস্থান।
করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী বছর নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক নেওয়া হবে। গত ১ নভেম্বর উচ্চ মাধ্যমিকের সূচির উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে এবার বাইরের স্কুলে আসন পড়বে না। 'হোম সেন্টারেই' পরীক্ষা হবে। রাজ্যে প্রায় ৬,৭২৩ টির মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে। যে স্কুলে যে পড়ুয়া পড়েন, তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন সেখানেই পড়বে। সেই পরিস্থিতিতে তিন গুণ বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। সংসদ সভাপতি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নিজেদের স্কুল থেকেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যে ৬,২৭৩ টির মতো স্কুল আছে।’
এমনিতে ১৬ নভেম্বর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে গিয়ে ক্লাস শুরু হয়েছে। আপাতত সপ্তাহে তিনদিন ক্লাস হচ্ছে দ্বাদশ শ্রেণির। তবে সেই ক্লাসে উপস্থিতির মাপকাঠি বিবেচনা করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে সংসদ। অনলাইন ক্লাসের উপস্থিতির হার দিতে হবে না ‘NA’ (Not Available) দিতে হবে।