বাংলা নিউজ > ঘরে বাইরে > HTLS 2021: ২০১৪ সালের আগে ভারত ‘পলিসি প্যারালাইসিসে’ ভুগছিল, দাবি অমিত শাহের

HTLS 2021: ২০১৪ সালের আগে ভারত ‘পলিসি প্যারালাইসিসে’ ভুগছিল, দাবি অমিত শাহের

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

HTLS 2021: অমিত শাহ দাবি করেন, ‘ভারতের প্রতিরক্ষা নীতি বিদেশ নীতির ছায়া থেকে বেরিয়ে এসেছে।'

২০১৪ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সম্মান ফিরিয়ে এনেছেন। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দুস্তান টাইমসের এডিটর ইন চিফ শশী শেখরকে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘কয়েক দশকের জোট রাজনীতির পর ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার প্রথমবার স্থিতিশীলতা পেয়েছিল। কোভিড হানার সাত বছর আগে ছিল সেটা। ২০১৪ এর আগে, ভারত একটি 'নীতি পক্ষাঘাত' (পলিসি প্যারালাইসিস) অবস্থায় ছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ২০১৪ সালের আগে ভারতের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রতিটি মন্ত্রী ভাবতেন যে তাঁরাই প্রধানমন্ত্রী এবং লোকেরা বহুদলীয় গণতন্ত্রকে প্রশ্ন করতে শুরু করেছিলেন। শাহ বলেন, ‘এটাই প্রধান কারণ ছিল কাজ না হওয়ার। পরে প্রধানমন্ত্রী মোদী ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছেন। প্রধানমন্ত্রী মোদী ৮০ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করেছেন যারা কখনও দেশের অগ্রগতির অংশই ছিলেন না।’ 

শাহ জানান, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ বিদ্যুতায়ন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী দেশের অগ্রগতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক এবং ৩৭০ ধারা বাতিল সহ গত সাত বছরে সরকারের ‘অর্জন’-এর তালিকা তুলে ধরেন। শাহ দাবি করেন, ‘ভারতের প্রতিরক্ষা নীতি পররাষ্ট্র নীতির ছায়া থেকে বেরিয়ে এসেছে এবং আমরা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের উপযুক্ত জবাব দিয়েছি।’

প্রাক্তন বিজেপি সভাপতি বলেন যে মোদী সরকার শৃঙ্খলার সাথে আর্থিক ক্ষেত্রের সমস্যাগুলিও সমাধান করেছে এবং ব্যাঙ্কগুলির অ-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) এর পরিমাণ কমিয়েছে। এদিকে কোভিড পরবর্তী ভারতীয় রাজনীতি প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘কোভিড-১৯-এর কারণে অনেক পরিবর্তন এসেছে, শুধু রাজনীতিতে কোনও পরিবর্তন আসেনি। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল: আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত?’

বন্ধ করুন