হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২১। সেখানে এবার উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে মুখ খুললেন ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। হিন্দুস্তান টাইমসের ন্যাশানাল পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরী কথা বলেন তাঁর সঙ্গে। নরেন্দ্র মোদী প্রসঙ্গে ভূপেশ বাঘেল বলেন, কৃষি আইনই হোক কিংবা জ্বালানি তেলের দাম, কয়েক পা পিছিয়ে গিয়েছেন তিনি। একটা উপনির্বাচনের ফলাফলের জেরেই পেট্রল, ডিজেল থেকে ডিউটি তুলে নিতে বাধ্য করেছে সরকারকে। উত্তরপ্রদেশের নির্বাচন প্রসঙ্গে বাঘেলের দাবি, মানুষ এবার বিজেপিতে শিক্ষা দেবে। বিজেপি উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড দুটিতেই হারবে। কংগ্রেসের বিশ্বাস, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের ফলাফল আশ্চর্যজনক হবে। আমি উত্তরপ্রদেশে গিয়েছি। সেখানকার মানুষের মন তৈরি হয়ে গিয়েছে, তাঁরা আর যোগী আদিত্যনাথকে চাইছেন না। মানুষ সিদ্ধান্ত নেবে যোগীর বিকল্প হিসাবে তাঁরা কাকে আনবেন।
তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসকে শক্তিশালী করতে প্রচুর পরিশ্রম করছেন। তিনি গরিব মানুষের সঙ্গে দেখা করছেন, তাঁদের চোখের জল মুছিয়ে দিচ্ছেন। নতুন শক্তিশালী মুখ হিসাবে তিনি উঠে আসছেন। পাশাপাশি তিনি বলেন, কৃষি আইন বাতিলের পরেও বিজেপি এখনও তাদের ভুল স্বীকার করতে চাইছে না। ফসলের নূন্যতম দাম দেওয়ার দাবিতেও সরব হন তিনি। অখিলেশ যাদব প্রসঙ্গে তিনি বলেন, হাথরাস কিংবা লখিমপুরে তাঁকে দেখা যায়নি। তবে কি শুধু ভোটের আগে তিনি আসবেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তাঁর মূল্যায়ন, এখন তিনি কংগ্রসকে অপমান করে মোদীর সঙ্গে দেখা করছেন। দেশ জানতে চায় সেই মিটিংয়ে কী কথা হয়েছে?