HTLS 2021: এটা নতুন যুগ, কংগ্রেস মানিয়ে নিচ্ছে, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রী
1 মিনিটে পড়ুন . Updated: 04 Dec 2021, 03:38 PM IST- পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতে আমাদের জাতিভেদ প্রথার উর্ধ্বে উঠতে হবে।'
তিনি পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এহেন চরণজিত সিং চান্নি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে দাবি করলেন, ভারতে নতুন যুগ এসেছে। অভিজাত বা অবস্থাপন্নদের বদলে ধীরে ধীরে ক্ষমতা সাধারণ মানুষের হাতে যাচ্ছে। তিনি বলেন, ‘এলিট ক্লাসের থেকে সাধারণ নাগরিকদের কাছে ক্ষমতা স্থানান্তরিত হচ্ছে। এটি একটি নতুন যুগ এবং কংগ্রেসও এটিকে মানিয়ে নিচ্ছে।’
নিজের উদাহরণ টেনে এনেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এটি ভারতে গণতন্ত্রের প্রমাণ যে একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন সাধারণ নাগরিকও মুখ্যমন্ত্রী হতে পারেন।’ চান্নি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম যখন আমাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে আমি আমার নেতার সাথে কথা বলছি।’ চান্নি জানান খবরটি শুনে তিনি রাহুল গান্ধী সঙ্গে ফোনে কথা বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন।
জাতিভেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতে আমাদের জাতিভেদ প্রথার উর্ধ্বে উঠতে হবে। কংগ্রেস যদি একজন দলিতকে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করতে পারে, তাহলে আমাদের সেই ধারণাকে স্বাগত জানানো উচিত।’ হিন্দুস্তান টাইমসের পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরীকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আগের মুখ্যমন্ত্রী মাত্র ২ ঘণ্টা কাজ করতেন। আর আমি ২ ঘণ্টা মাত্র ঘুমোই। তিনি খুব দেরি করে ঘুম থেকে উঠতেন। মানুষের মনে প্রশ্ন ছিল কখন তিনি ঘুমোতে যেতেন।’