বাংলা নিউজ > ঘরে বাইরে > HTLS 2021: ‘মমতার আসল উদ্দেশ্য জানতে চায় দেশ’,মোদীর সঙ্গে আঁতাতের অভিযোগ বাঘেলের

HTLS 2021: ‘মমতার আসল উদ্দেশ্য জানতে চায় দেশ’,মোদীর সঙ্গে আঁতাতের অভিযোগ বাঘেলের

ভূপেশ বাঘেল

বাঘেলের অভিযোগ, ‘মমতার উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনিই পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা দিয়েছিলেন।'

কয়েকদিন আগেই মুম্বইতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনসিপি সুপ্রিমোকে পাশে দাঁড় করিয়ে প্রশ্ন করেছিলেন, ‘ইউপিএ কোথায়’, নিজেই জবাব দিয়েছিলেন, ‘ইউপিএ নেই।’ মমতার সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বাঘেল বলেন, ‘মমতার আসল উদ্দেশ্য জানতে চায় দেশ।’

এদিন ভূপেশ বাঘেল বলেন, ‘ইউপিএ ১০ বছর ধরে কেন্দ্রে সরকার পরিচালনা করেছে। সোনিয়া গান্ধী ছিলেন ইউপিএ-র চেয়ারপার্সন, মনমোহন সিং এতদিন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, আর এখন আপনি বলছেন ‘ইউপিএ কী?’ রাজনৈতিক বিশেষজ্ঞরা এই মন্তব্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।’ভূপেশ বাঘেল বলেন, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় (এনসিপি প্রধান) শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন, তিনি বলেছিলেন 'ইউপিএ বলে কিছু নেই'। তিনি প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন কিন্তু কী আলোচনা হয়েছে তা কাউকে বলেননি। তাঁর উচিত দেশকে জানানো।’ 

বাঘেল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ নির্বাচনের সময়, আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিন্ন মনোভাব পোষণ করছিলেন এবং এখন তাঁকে দেখুন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু সেই বৈঠকের বিষয়ে একটি কথাও বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকেই কংগ্রেসের ওপর আক্রমণ শুরু হয়।’

বাঘেলের অভিযোগ, ‘মমতার উদ্দেশ্য স্পষ্ট নয়। তিনি যে কোনও কিছু করতে পারে। তিনিই পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা দিয়েছিলেন। বাংলায় বিজেপির কোনও অবস্থান ছিল না। তিনি যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলাতে পারেন।’ তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে বাঘেল বলেন, ‘অপমান করে কোনও দলের কাছ থেকে সহযোগিতা আশা করা যায় না। আপনি যদি সহযোগিতা চান তবে আপনার উচিত অন্যকে সম্মান করা।’

বন্ধ করুন