গান্ধী পরিবারকে তুমুল আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-এ হিমন্ত খোঁচা দেন, কংগ্রেসের এমন অবস্থা যে একটা পরিবারের সব প্রজন্মকে পুুজো করতে হবে। এমনকী যে এখনও জন্মায়নি, তাকেও পুজো করার জন্য প্রস্তুত থাকতে হয় নেতাদের।
শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-এ হিমন্ত বলেন,‘দীর্ঘদিন ধরে আমি একটা আলাদা দলে (কংগ্রেসে) ছিলাম। ওই দলে আপনাকে সবসময় একটি দলের বিষয়ে ভাবতে হবে। পরিবারের সদস্যরা আপনাকে দেখে হাসছেন কিনা, তাঁদের প্রতি আপনার অঙ্গভঙ্গি ভালো কিনা, তাঁদের সময় পাচ্ছেন কিনা, সেইসব বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয় যে কীভাবে আপনি দলের উচ্চপদে বসতে পারবেন। কিন্তু বিজেপিতে সেটা হয় না।’
তাহলে বিজেপিতে কী হয়, সেটাও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপিতে একজন নেতা এবং একজন কর্মকর্তার মধ্যে পার্থক্য বের করা অত্যন্ত কঠিন কাজ। কারণ বিজেপিতে সকলে সমান। বৃহত্তরভাবে বিজেপির সকলে ভারতের বিষয়ে ভাবনাচিন্তা করেন। কীভাবে দেশকে শক্তিশালী করা যায়, নিজের ভূমিকা কী হবে, ভারতীয় সংস্কৃতি কীভাবে রক্ষা করা যায়, সেটা নিয়ে কথা হয়।’
আরও পড়ুন: HTLS 2022: মোদী-মমতা সম্পর্ক নিয়ে মুখ খুললেন হিমন্ত, ২০২৪-৩টি রাজ্যে বাড়বে BJP
কিন্তু বিজেপিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি করা হয়। সেটা কীভাবে কংগ্রেসের থেকে আলাদা? হিমন্তের দাবি, কংগ্রেসে থাকতে গেলে কয়েকজনের (পড়ুন গান্ধী পরিবার) পুজো করতে হয়। তিনি বলেন, ‘বিজেপিতে প্রত্যেক নেতা-কর্মকর্তা প্রধানমন্ত্রী মোদীকে শ্রদ্ধা করেন। সেটাই হল সমাজে তাঁর অবদানের প্রমাণ। আমি যখন প্রধানমন্ত্রীকে অনুপ্রেরণা হিসেবে দেখি। কিন্তু কংগ্রেসের ওঁদের অনুপ্রেরণামূলক হিসেবে দেখা হয় না।'
আরও পড়ুন: HTLS 2022: ভোট গুজরাটে, যাত্রা কেরলে, রাহুলের ভারত জোড়োকে খোঁচা পীযূষের
তারপর কংগ্রেসের তুমুল খোঁচা দেন হিমন্ত। তিনি বলেন, 'ওখানে (কংগ্রেস) বাধ্যতামূলক যে ওঁদের পুজো করতে হবে। দাদুকে শ্রদ্ধা করতে হবে, বাবাকে শ্রদ্ধা করতে হবে, নাতি-নাতনিকে শ্রদ্ধা করতে হবে। সম্ভবত যে পৃথিবীর আলো দেখেনি, সেও যদি আমি বেঁচে থাকার সময় জন্মগ্রহণ করেন, তাহলে তাকেও পুজো করার জন্য প্রস্তুত থাকতে হবে।’