বাংলা নিউজ > ঘরে বাইরে > HTLS 2022: ‘মানুষ আশা চান, বিরোধী ঐক্য নয়’, তুড়ি মেরে মমতার তত্ত্ব ওড়ালেন কেজরিওয়াল

HTLS 2022: ‘মানুষ আশা চান, বিরোধী ঐক্য নয়’, তুড়ি মেরে মমতার তত্ত্ব ওড়ালেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

HTLS 2022: অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘মানুষ বিরোধী ঐক্য চান না। মানুষ আশা চান। বিরোধী ঐক্যের অর্থ কী? সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে বিজেপিকে হারানো। বিজেপিকে হারানোর দায়িত্ব কি আপনি একা নিয়েছেন?'

মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বে চূড়ান্ত অনাস্থা প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-এ দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, বিরোধী ঐক্যের ধারণা পুরোটাই ভ্রান্ত। মানুষ যেদিন মনে করবেন, সেদিন বিজেপিকে ক্ষমতাচ্যুত করবেন।

শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ কেজরিওয়াল বলেন, ‘মানুষ বিরোধী ঐক্য (যে তত্ত্বের পক্ষে বারবার সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো) চান না। মানুষ আশা চান। বিরোধী ঐক্যের অর্থ কী? সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে বিজেপিকে হারানো। বিজেপিকে হারানোর দায়িত্ব কি আপনি একা নিয়েছেন? আমরা তো গণতান্ত্রিক দেশে থাকি। আর বিজেপিকে হারানোর দায়িত্ব এরা নিয়ে রেখেছে? বিজেপিকে যেদিন হারানোর হবে, সেদিন এঁরা হারিয়ে দেবেন।’

আরও পড়ুন: HTLS 2022: গান্ধী পরিবারের না জন্মানো সদস্যকেও পুজো করার জন্য তৈরি থাকতে হয়, খোঁচা হিমন্তের

কীভাবে আমজনতার মন জিততে হবে, সেই উপায়ও বাতলে দেন কেজরি। তিনি বলেন, ‘আপনাকে গিয়ে বলতে হবে যে আপনাদের জীবন পালটে দেব আমরা। সেজন্য আমাদের ভোট দিন। এঁদের মনে আশা জাগাতে হবে। দেশের মানুষের মনে আশার জন্ম দিতে হবে। দেশের মানুষকে নিজেদের কর্মসূচি জানাতে হবে। দেশকে রোডম্যাপ দিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। যেদিন তাঁদের রোডম্যাপ পছন্দ হবে, সেদিনই নিজে থেকে বিজেপিকে হারিয়ে দেবেন।'

আরও পড়ুন: HTLS 2022: ‘ভবিষ্যতে...’, ডিজিটাল মুদ্রা নিয়ে বড় মন্তব্য RBI গভর্নরের

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেতা কেজরি বলেন, 'বিজেপিকে হারানোর দায়িত্ব এঁদের (আমজনতার উপর) উপর ছেড়ে দিন। তাই সবাই জোটবদ্ধ হয়ে যাই এবং বিজেপিকে হারিয়ে দিই - এই তত্ত্ব কাজ করবে বলে আমার মনে হয়। আমি রাজনীতিতে নতুন। হয়ত আমি রাজনীতি বুঝি না (হেসে বলেন কেজরি)।’

বন্ধ করুন