হর্ষিত সাবারওয়াল
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২। সামিটের তৃতীয় দিনে বক্তব্য রাখলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, ভারতীয় নাগরিকরা পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক রাখতে চান। কিন্তু ভালো প্রতিবেশীর সন্ত্রাসবাদের সঙ্গে যোগ রাখা ঠিক নয়।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত সরকারের মতোই এই দেশের মানুষ পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক চান। কিন্তু ভালো প্রতিবেশীর জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকা ঠিক নয়।
এবার একটু পিছন ফিরে দেখা যাক! অক্টোবর মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেররিজম কমিটির মিটিংয়ে এস জয়শঙ্কর জানিয়েছিলেন, রাষ্ট্রসংঘের বার বার প্রচেষ্টা সত্ত্বেও সন্ত্রাসবাদের হুঁশিয়ারি শুধুই বাড়ছে। বিশেষত এশিয়া ও আফ্রিকায় এটা হচ্ছে। মন্ত্রী এই সন্ত্রাসবাদ প্রসঙ্গে জানিয়েছিলেন, এটি মানবতার উপর ভয়াবহ হুঁশিয়ারি।
এদিকে গত সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ৭৭তম সেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফ কাশ্মীর ইস্যুকে সামনে এনেছিলেন। তিনি সেই সময় জানিয়েছিলেন, আমরা ভারত সহ সকল প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখতে চাই। দক্ষিণ এশিয়াতে আমরা স্থিতাবস্থা বজায় রাখতে চাই। তবে সবটাই দাঁড়িয়ে রয়েছে ওই কাশ্মীর সমস্যার উপর।
আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পালটা ও যোগ্য জবাব দিয়েছিলেন ভারতীয় কূটনীতিবিদ মিজিতো ভিনিতো। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, কাশ্মীরের দাবি না করে ক্রশ বর্ডার টেররিজমকে বন্ধ করুক পাকিস্তান।