বাংলা নিউজ > ঘরে বাইরে > Syria is Purified: সিরিয়াকে ‘পবিত্র’ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা? বিজয় ভাষণে কী বললেন বিদ্রোহী নেতা?

Syria is Purified: সিরিয়াকে ‘পবিত্র’ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা? বিজয় ভাষণে কী বললেন বিদ্রোহী নেতা?

রবিবার দামাস্কাসের মসজিদে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা ওরফে আবু মহম্মদ আল-জোলানি (এএফপি)

ইতিমধ্যেই নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে তৎপর হয়েছে এই গোষ্ঠী। তারা যত দূর সম্ভব কট্টরপন্থা এড়িয়ে চলার চেষ্টা করছে বলেও নানা মহলের দাবি। কিন্তু, এখনও পর্যন্ত খাতায়-কলমে এই সংগঠন 'জঙ্গিগোষ্ঠী' হিসাবেই পরিচিত। অন্তত পশ্চিমী দেশগুলিতে এটাই তাদের পরিচয়।

রবিবার সকালেই পালাবদলের চিত্রটি পরিষ্কার হয়ে গিয়েছিল গত ১৩ বছর ধরে গৃহয়ুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায়। মাত্র দু'সপ্তাহের এক অভিযানে সিরিয়ার রাজধানী দামাস্কাসে পৌঁছে গিয়েছিল বিদ্রোহীরা।

বেগতিক বুঝে রবিবারই দেশ ছেড়ে সপরিবার চম্পট দেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রুশ সরকারি সংবাদমাধ্যমের দাবি, বাশার ও তাঁর পরিবারের সদস্যরা নাকি সেদেশেই আশ্রয় নিয়েছেন।

ইতিমধ্যে বিদ্রোহীদের নেতা আবু মহম্মদ আল-জোলানি পৌঁছে যান দামাস্কাসে। প্রসঙ্গত, তাঁর নেতৃত্বাধীন হায়াত তেহরির আল-শাম (এইচটিএস) নামক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাই অন্য বিদ্রোহীদের সঙ্গে নিয়ে সিরিয়া দখল অভিযানে নেমেছিল।

রবিবারের এই ঘটনাপ্রবাহের পর দামাস্কাসের উমায়াদ মসজিদে ভাষণ দেন আল-জোলানি। যদিও সেই সময় তিনি তাঁর আসল নাম (আহমেদ আল-শারা) উল্লেখ করেন বলে দাবি সূত্রের। যা কিছুটা ব্যতিক্রমী। এমনকী, ব্যতিক্রমী সুর ধরা পড়েছে তাঁর বিজয় ভাষণেও।

সেই সময় সেখানে উপস্থিত বিদ্রোহীদের উদ্দেশে তিনি বলেন, 'আমার ভাইয়েরা, এই অঞ্চলের জন্য এই জয় ঐতিহাসিক।' তাঁর এই ভাষণের একটি ভিডিয়ো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা হয়। জারি করা হয় এই সংক্রান্ত একটি বিবৃতি।

এর পাশাপাশি, এক্স হ্যান্ডেল-সহ বিভিন্ন সমাজমাধ্যমে ওই বিদ্রোহী নেতার বিজয় ভাষণ ছড়িয়ে পড়ে। তিনি ঘোষণা করেন, এই জয় এই সমগ্র ইসলামি রাষ্ট্রটির জয়। তিনি বলেন, 'আজ, সিরিয়া পবিত্র হল'। তাঁর মতে, ‘যেসব মানুষকে এতদিন কারাগারে আটকে রাখা হয়েছিল, তারাই এই জয়ের জন্ম দিয়েছে। এবং মুজাহিদীনরা (যোদ্ধা) তাদের শিকল ছিন্ন করে দিয়েছে।’

নিজের ভাষণে আল-শারা ওরফে আল-জোলানি সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করেন।

তাঁর অভিযোগ বাশারের শাসনে সিরিয়া আদতে 'ইরানি উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্র'-এ পরিণত হয়েছিল। যেখানে তুঙ্গে ছিল সাম্প্রদায়িকতা। তিনি ইরান এবং হেজবোল্লাকে আসাদের সঙ্গী বলেও তোপ দাগেন।

এই ঘটনার যেসমস্ত ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, বিদ্রোহী নেতা দামাস্কাসের ওই মসজিদে পৌঁছতেই তাঁকে ঘিরে চিৎকার করতে শুরু করে সকলে। তাদের সকলকে বলতে শোনা যায়, 'আল্লাহু আকবর' (ঈশ্বর শ্রেষ্ঠ)।

প্রসঙ্গত, এইচটিএস নামক এই বিদ্রোহী গোষ্ঠীটি আদতে আল-কায়দার সিরিয়ান শাখা বলে দাবি করা হয়। ২০১৬ সালেই আল-কায়দার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা।

ইতিমধ্যেই নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে তৎপর হয়েছে এই গোষ্ঠী। তারা যত দূর সম্ভব কট্টরপন্থা এড়িয়ে চলার চেষ্টা করছে বলেও নানা মহলের দাবি। কিন্তু, এখনও পর্যন্ত খাতায়-কলমে এই সংগঠন 'জঙ্গিগোষ্ঠী' হিসাবেই পরিচিত। অন্তত পশ্চিমী দেশগুলিতে এটাই তাদের পরিচয়।

পরবর্তী খবর

Latest News

যোগেন্দ্রর ব্যাটে ইংল্যান্ডকে উড়িয়ে প্রতিবন্ধীদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনের ক্ষেত্র সাধুমেলা ও জয়দেবের মেলা! ঐতিহ্য আজও অটুট আশা–আইসিডিএস কর্মীদের মিলবে স্মার্টফোন উপহার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভোরবেলায় সহবাস করলে কী হয়? জেনে নিন সইফের হামলাকারীর বিরুদ্ধে সেদেশে রয়েছ একাধিক খুনের মামলা, মানল বাংলাদেশের পুলিশ ব্যারাকপুরে দাউ দাউ করে জ্বলে গেল বিরিয়ানির দোকান, পাশেই সিনেমা হল ৬ বার ছুরির কোপ! হাসিমুখে বাড়ি ফিরলেন,সইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন এই অভিনেতা এত তাড়াহুড়ো কীসের? আসফাকউল্লার বিরুদ্ধে তদন্তে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের ‘আমার মেয়ে…’! প্রেমে ‘না’, কার মা-বাবা হিসেবে নিজেদের ঘোষণা করলেন তথাগত-বিবৃতি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ, গ্রেফতার হল এক বাংলাদেশি

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.