বাংলা নিউজ > ঘরে বাইরে > ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকার দুর্নীতি: কংগ্রেস ফাইলস প্রকাশ করল বিজেপি, দেখুন Video

৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকার দুর্নীতি: কংগ্রেস ফাইলস প্রকাশ করল বিজেপি, দেখুন Video

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধী(PTI Photo) (PTI)

বিজেপির দাবি জনতার কষ্টের টাকায় ভাগ বসিয়েছিল কংগ্রেস। সেই অঙ্কটি হল ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকা। অর্থাৎ ৪৮ ট্রিলিয়ন, ২০ বিলিয়ন ৬৯ কোটি টাকার দুর্নীতি। আর এই টাকায় দেশের উন্নতি থেকে নিরাপত্তার উন্নতিতে নানা কাজ হতে পারত।

কংগ্রেসের বিরুদ্ধে একেবারে অলআউট আক্রমণে বিজেপি। কংগ্রেস ফাইলসের প্রথম পর্ব প্রকাশ করেছে বিজেপি। ইউপিএ জমানায় কী পরিমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কংগ্রেস তার তালিকা তুলে ধরা হচ্ছে। সেই কংগ্রেস ফাইলসের প্রথম পর্ব প্রকাশ করেছে বিজেপি। মূলত তাতে ছত্রে ছত্রে রয়েছে ইউপিএ জমানায় দুর্নীতির নানা অভিযোগ।

প্রথম পর্বের সেই ভিডিয়ো টুইট করেছে বিজেপি। সেখানে বলা হয়েছে দেখে নিন ইউএপিএ জমানায় কীভাবে একের পর এক দুর্নীতি হয়েছিল ভারতে। কংগ্রেস শাসনকালেই এই ভয়াবহ দুর্নীতি। বিজেপির অভিযোগ। সেই ভিডিয়োর টাইটেল, কংগ্রেস মানেই কোরাপশন। বিজেপির দাবি, কংগ্রেস তাদের শাসনকালে ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকা জনতার কাছ থেকে লুঠ করেছে। তিন মিনিটের ভিডিয়ো সামনে এনেছে ভিডিয়ো। সেখানে কংগ্রেসের তৎকালীর প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথা সামনে এনেছে।

বিজেপির দাবি জনতার কষ্টের টাকায় ভাগ বসিয়েছিল কংগ্রেস। সেই অঙ্কটি হল ৪৮,২০,৬৯,০০,০০,০০০ টাকা। অর্থাৎ ৪৮ ট্রিলিয়ন, ২০ বিলিয়ন ৬৯ কোটি টাকার দুর্নীতি। আর এই টাকায় দেশের উন্নতি থেকে নিরাপত্তার উন্নতিতে নানা কাজ হতে পারত। বিজেপির তরফে দাবি করা হয়েছে এই দুর্নীতির টাকায় ২৪টি আইএনএস বিক্রান্ত, ৩০০ রাফায়েল জেট, ১০০০ মঙ্গল মিশন হতে পারত। কিন্তু গোটা দেশকে বর্তমানে কংগ্রেসের সেই দুর্নীতির বোঝা বইতে হচ্ছে। এর জেরে দেশের উন্নতিও পিছনে চলে গিয়েছে।

 

একের পর এক দুর্নীতির কথা সামনে এনেছে বিজেপি। বিজেপির অগাস্টা ওয়েস্টল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ভিভিআইপি হেলিকপ্টার কেনার জন্য ৩৫০ কোটি ঘুষ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। কয়লা কেলেঙ্কারিতে ১.৮৬ লাখ কোটি টাকা, ১.৭৬ লাখ কোটি টাকার ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি, ১০ লাখ কোটি এমজিএনআরজিএ প্রকল্পে দুর্নীতি, কমনওয়েলথে স্ক্যামে ৭০,০০০ কোটি টাকার কেলেঙ্কারি, ইটালিতে হেলিকপ্টার ডিলে ৩৬২ কোটি টাকা, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের ১২ কোটি ঘুষের অভিযোগ।

ভিডিয়োর শেষ দিকে বিজেপি জানিয়েছে, এটা তো সবে কংগ্রেসের ঝাঁকি, সিনেমার এখনও বাকি।

এদিকে এর আগে আদানি ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছিল কংগ্রেস। এবার তারই পালটা তির ছুঁড়ল বিজেপি। প্রকাশিত হল কংগ্রেস ফাইলস। এবার তার পালটা কংগ্রেস কী জবাব দেয় সেটাই দেখার। 

 

ঘরে বাইরে খবর

Latest News

বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.