বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinmay Krishna Das: সন্ন্যাসীর হয়ে মামলা লড়বেন প্রখ্যাত মানবাধিকার কর্মী? কী জানালেন আইনজীবী পান্না?

Chinmay Krishna Das: সন্ন্যাসীর হয়ে মামলা লড়বেন প্রখ্যাত মানবাধিকার কর্মী? কী জানালেন আইনজীবী পান্না?

চিন্ময় কৃষ্ণ দাস ও আইনজীবী জেড আই খান পান্না (ফাইল ছবি)

আইনজীবী পান্না জানান, তিনি এখনও পর্যন্ত এই মামলার বিস্তারিত তথ্য জানেন না। বরং, যেটুকু জেনেছেন, বিভিন্ন পত্র-পত্রিকা থেকেই জানতে পেরেছেন। ফলত, ঠিক কী কারণে চিন্ময় কৃষ্ণকে দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত করা হল, সেটা এখনও তাঁর কাছে স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি, ২০২৫) চট্টগ্রামের আদালতে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলায় শুনানি হলেও আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শোনা যাচ্ছে, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু করা হয়েছে, তাতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁর।

এই প্রেক্ষাপটে এবার উচ্চ আদালতে এই মামলা যেতে পারে বলে বিভিন্ন সূত্রে অনুমান করা হচ্ছে। পরিস্থিতি যখন এতটাই জটিল, সেই মুহূর্তে শোনা যাচ্ছে, যদি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত মামলাটি হাইকোর্টে ওঠে, তাহলে সেখানে তাঁর হয়ে সওয়াল করতে পারেন আন্তর্জাতিক মঞ্চে পরিচিত আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড আই খান পান্না।

বিষয়টি নিয়ে এপার বাংলার সংবাদমাধ্যম 'দ্য ওয়াল'-এর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন পান্না। সেই কথোপকথন থেকে জানা গেল, আগামী দিনে চিন্ময় কৃষ্ণের হয়ে তাঁর মামলা লড়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু, এখনই এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে রাজি হননি প্রবীণ আইনজীবী।

তবে, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাদের ইউটিউব চ্যানেলে যে ১০ মিনিট ২০ সেকেন্ডের ফোনালাপ পোস্ট করা হয়েছে, তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।

সন্ন্যাসীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে আইনজীবী পান্নার মতামত:

পান্না সাহেব জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। সাধারণত, এমন গুরুতর অভিযোগের জামিন নিম্ন আদালতে হয় না। সেক্ষেত্রে উচ্চ আদালতে আইনি লড়াই হওয়া দরকার।

আইনজীবী পান্না জানান, তিনি এখনও পর্যন্ত এই মামলার বিস্তারিত তথ্য জানেন না। বরং, যেটুকু জেনেছেন, বিভিন্ন পত্র-পত্রিকা থেকেই জানতে পেরেছেন। ফলত, ঠিক কী কারণে চিন্ময় কৃষ্ণকে দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত করা হল, সেটা এখনও তাঁর কাছে স্পষ্ট নয়।

সূত্রের দাবি, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠেছে সন্ন্যাসীর বিরুদ্ধে। এক্ষেত্রে পান্না সাহেবের বক্তব্য হল, এখানে দেখা দরকার প্রথমত - সত্যিই জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে কিনা। এবং দ্বিতীয়ত - যদি অবমাননা করা হয়েই থাকে, তাহলে তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? নাকি অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে?

পান্না সাহেবের বক্তব্য হল, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়নি।

দেশের আইনি পরিস্থিতি নিয়ে আইনজীবী পান্নার মতামত:

সম্প্রতি যাঁরাই চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়ার চেষ্টা করেছেন, তাঁদের নানাভাবে বিপাকে পড়তে হয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও প্রতিবাদ বা কটাক্ষ করেননি বর্ষীয়ান এই আইনজীবী। যদিও একইসঙ্গে এটাও মনে করে দিয়েছেন, তাঁরাও দেশের আইনব্যবস্থার অংশ।

তাই, আইনজীবীদের যদি কাজ করতে গিয়ে কোনও ধরনের সমস্যায় পড়তে হয়, তাহলে সেই দেশের বর্তমান বিচারব্যবস্থার কী পরিস্থিতি, সেটা সহজেই অনুমেয়। তিনি বলেন, ‘আমরা কতটা সমস্যায় আছি, বুঝে নিন।... আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়ছি। আইনের শাসন না থাকলে যা হয়, সেটাই হচ্ছে।’

চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের পদক্ষেপ নিয়ে আইনজীবী পান্নার মতামত:

বাংলাদেশি বিভিন্ন সাংবাদমাধ্যম সূত্রেই জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যাতে স্থানীয় আদালতের কোনও আইনজীবী সওয়াল করতে না পারেন, সেই ব্যবস্থা করেছে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন।

এ নিয়ে প্রশ্ন করা হলে আইনজীবী পান্না সরাসরি জানান, কোনও বার অ্যাসোসিয়েশনই এমনটা করতে পারে না। আইন অনুসারে, প্রত্যেককেই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এমনকী, অভিযুক্ত যদি খুনের আসামি হন, দেশদ্রোহিতার আসামি হন, তাহলেও তাঁর থেকে এই অধিকার কেড়ে নেওয়া যাবে না।

পরবর্তী খবর

Latest News

দেবাদিদেব মহাদেবের নামে রাখতে পারেন আদরের সন্তানের নাম, বেছে নিন এখান থেকেই রাজধানী না বনগাঁ লোকাল, ধরতে পারবেন না, হাওড়া থেকে ছাড়া ট্রেনে 'পটনা আতঙ্ক' কতবার ICC ইভেন্টে ছবি তোলার ডাক পড়েছে? রোহিতের জবাব শুনে চক্ষু চড়কগাছ জাদেজার ‘দুর্গন্ধ! রাতদিন ম্যাও-ম্যাও করে,’ মহিলার ফ্ল্য়াটে ৩০০ বিড়াল, কী করল পুলিশ? ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আদালতে অর্পিতা, কীসের টাকা রাখবেন?‌ দেশে ফেরার বার্তা হাসিনার, ডেভিল হান্ট অভিযান নিয়ে ইউনুস সরকারকে তোপ সল্টলেকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, আসেন মন্ত্রী আবার খাস কলকাতায় ডাকাতি, বাড়িতে ঢুকে ১০ ভরি গয়না লুট, চম্পট ডাকাত দল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ ফেব্রুয়ারির রাশিফল ঘরের ভিতর মাছির উপদ্রব দূর হবে সহজেই! কাজে লাগান এই ৩ টিপস

IPL 2025 News in Bangla

ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান ১ বছর আগে প্রার্থনা করে গেছিলেন! স্বপ্ন সত্যি হতেই IPL ট্রফি নিয়ে কামাখ্যায় KKR

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.