মাসে একবার কি দু'বার স্নান করেন তিনি। গায়ের দুর্গন্ধ সহ্য করতে পারেন না স্ত্রী। উত্তর প্রদেশের আগরার রাজেশের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। এই অভিযোগের জেরে রাজেশের সঙ্গে বিয়ের ৪০ দিনের মাথায় ডিভোর্সের পথে হাঁটছেন তাঁর স্ত্রী।
মূল অভিযোগ পরিচ্ছন্নতা নিয়ে। আর তা ঘিরেই অভিযোগের জেরে স্বামীকে ডিভোর্স দিতে উদ্যত হলেন স্ত্রী। ইন্ডিয়া টুডে-র খবরে ওই স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী মাসে এক থেকে দু'বার স্নান করেন মাত্র। ফলে স্বামীর গায়ের দুর্গন্ধে অত্যিষ্ট হয়ে যান ওই মহিলা, বলে দাবি করেন তিনি। বিয়ের পর ৪০ দিন ধরে এই ঘটনার পর তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন। ওই মহিলার অভিযোগ, রোজ স্নানের অভ্যাস তাঁর স্বামীর না থাকলেও, তিনি মাঝে মাঝে সপ্তাহে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেন। পরিচ্ছন্নতা নিয়ে তাঁর স্বামীর এই মনোভাব বেশ অবাক করেছে স্ত্রীকে। এদিকে, গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেওয়া পবিত্র বলে মনে করেন রাজেশ, এমনই উল্লেখ রয়েছে রিপোর্টে। রাজেশের স্ত্রীর দাবি, ৪০ দিনে ৬ বার স্নান করেছেন রাজেশ। এই ঘটনা তাঁর স্ত্রীকে অবাক করেছে।
এছাড়াও ওই মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রাজেশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে পণ চাওয়ারও অভিযোগ রয়েছে। এদিকে, স্নানকে কেন্দ্র করে ওই মহিলার স্বামীর সঙ্গে বচসা হয়। এরপরই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন নিজের বাড়িতে। এদিকে, নিজের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ঘিরে দুঃখ প্রকাশ করেন স্বামী। তিনি স্ত্রীকে জানান, এমন অভ্যাস তিনি বদলে ফেলতে চান। তবে ওই মহিলা আর তাঁর স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না। এই গোটা বিষয়টি পরিবার ‘কাউন্সেলার সেন্টার’ র কাছে এসেছে। আগামী সপ্তাহে এই মামলার পরের শুনানি হবে বলে খবর।