বাংলা নিউজ > ঘরে বাইরে > রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! এহেন স্বামীর থেকে বিয়ের ৪০ দিনে ডিভোর্স চাইলেন স্ত্রী

রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! এহেন স্বামীর থেকে বিয়ের ৪০ দিনে ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামীর রোজ স্নান না করার অভ্যাসের জেরে ডিভোর্সের প্রস্তাব স্ত্রীর।

স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী মাসে এক থেকে দু'বার স্নান করেন মাত্র। ফলে স্বামীর গায়ের দুর্গন্ধে অত্যিষ্ট হয়ে যান,বলে দাবি করেন তিনি।

মাসে একবার কি দু'বার স্নান করেন তিনি। গায়ের দুর্গন্ধ সহ্য করতে পারেন না স্ত্রী। উত্তর প্রদেশের আগরার রাজেশের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। এই অভিযোগের জেরে রাজেশের সঙ্গে বিয়ের ৪০ দিনের মাথায় ডিভোর্সের পথে হাঁটছেন তাঁর স্ত্রী। 

মূল অভিযোগ পরিচ্ছন্নতা নিয়ে। আর তা ঘিরেই অভিযোগের জেরে স্বামীকে ডিভোর্স দিতে উদ্যত হলেন স্ত্রী। ইন্ডিয়া টুডে-র খবরে ওই স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী মাসে এক থেকে দু'বার স্নান করেন মাত্র। ফলে স্বামীর গায়ের দুর্গন্ধে অত্যিষ্ট হয়ে যান ওই মহিলা, বলে দাবি করেন তিনি। বিয়ের পর ৪০ দিন ধরে এই ঘটনার পর তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন। ওই মহিলার অভিযোগ, রোজ স্নানের অভ্যাস তাঁর স্বামীর না থাকলেও, তিনি মাঝে মাঝে সপ্তাহে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেন। পরিচ্ছন্নতা নিয়ে তাঁর স্বামীর এই মনোভাব বেশ অবাক করেছে স্ত্রীকে। এদিকে, গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেওয়া পবিত্র বলে মনে করেন রাজেশ, এমনই উল্লেখ রয়েছে রিপোর্টে। রাজেশের স্ত্রীর দাবি, ৪০ দিনে ৬ বার স্নান করেছেন রাজেশ। এই ঘটনা তাঁর স্ত্রীকে অবাক করেছে।

(West Bengal Police: এবার হাওড়ায় পুলিশের হাতে গ্রেফতার পুলিশেরই কনস্টেবল সহ ৩! পানশালায় মদ্যপান করে অশান্তির অভিযোগ )

(Nipah Virus Case and Symptoms: পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস! কেরলে মৃত ১, সতর্ক থাকতে উপসর্গ দেখে নিন)

এছাড়াও ওই মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রাজেশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে পণ চাওয়ারও অভিযোগ রয়েছে। এদিকে, স্নানকে কেন্দ্র করে ওই মহিলার স্বামীর সঙ্গে বচসা হয়। এরপরই তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন নিজের বাড়িতে। এদিকে, নিজের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ঘিরে দুঃখ প্রকাশ করেন স্বামী। তিনি স্ত্রীকে জানান, এমন অভ্যাস তিনি বদলে ফেলতে চান। তবে ওই মহিলা আর তাঁর স্বামীর সঙ্গে থাকতে চাইছেন না। এই গোটা বিষয়টি পরিবার ‘কাউন্সেলার সেন্টার’ র কাছে এসেছে। আগামী সপ্তাহে এই মামলার পরের শুনানি হবে বলে খবর। 

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.