শ্রদ্ধাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক নৃশংস হত্যাকাণ্ডের খবর কাড়ল শিরোনাম। এবার এক নাবালিকা স্ত্রীকে খুন ও তাঁর দেহাংশ টুকরো করে কেটে ফেলার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ঘটনা ত্রিপুরার আগরতলার আরালিয়ার। ঘটনার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে মৃতার বয়স ১৫ বছর। ফলে বেআইনিভাবে নাবালিকাকে বিয়ে করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির উপর। তা ছাড়াও এই খুনের অভিযোগও রয়েছে মৃতার স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরির স্বামী কাইয়ুম মিঞার বয়স ২৪। শুক্রবারের এই হত্যাকাণ্ডের খবর পরে আসে পুলিশের কাছে। স্থানীয়রা বলছেন, দম্পতি শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন। তখনই আশপাশের মানুষের সন্দেহ হয়েছে। পরে তাঁরা পুলিশে খবর দিলে, পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মাদকাসক্ত। এছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করার, মানসিক ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ রয়েছে। এদিকে তার স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
( আর্থিক উন্নতি, হঠাৎ আসবে টাকা! শনি, শুক্রের নবপঞ্চম যোগে লাকি রাশি কারা?)
( গ্যাংস্টার থেকে নেতা হয়ে ওঠা মুখতার আনসারির ১০ বছরের জেল, অভিযোগ খুন ও অপহরণের)
উল্লেখ্য, মৃতার দেহ খণ্ড করা অবস্থায় উদ্ধার হয়েছে। দুটি খণ্ডে মৃতার দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন যে, এক ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে সে হত্যা করেছে। খুনের পর স্ত্রীর দেহ সে টুকরো করেছে। পুলিশ জানিয়েছে, বাকি তদন্ত করে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup