বাংলা নিউজ > ঘরে বাইরে > ৯০০ কোটির লগ্নি প্রতারণার পর্দাফাঁস, গ্রেফতার ১০, চিনে যেত টাকা?

৯০০ কোটির লগ্নি প্রতারণার পর্দাফাঁস, গ্রেফতার ১০, চিনে যেত টাকা?

সাইবার প্রতারণার পর্দাফাঁস হায়দরাবাদে (Shutterstock) (HT_PRINT)

পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জেরা করে এই প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে। তবে পুলিশ কর্তাদের দাবি অন্তত হাজার খানেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই চক্র। আর সেই বিপুল অঙ্কের টাকা দেশ থেকে তুলে চিনের কোম্পানিতে পাঠানো হয়েছে।

বড়সর প্রতারণাচক্রের পর্দাফাঁস। হায়দরাবাদ সাইবার ক্রাইম ইতিমধ্যেই ১০জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে। তার মধ্যে একজন চিনা নাগরিকও রয়েছেন বলে খবর। দেশজুড়ে তারা প্রায় ৯০০ কোটি টাকার প্রতারণার ফাঁদ পেতেছিল বলে অভিযোগ।

সূত্রের খবর, দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু কলসেন্টার চালানো হচ্ছিল। সাইবার ক্রাইম পুলিশ  এরকমই কিছু কল সেন্টারে অভিযান চালায়। এরপরই এই প্রতারণাচক্রের পর্দাফাঁস হয় এদিন।

সূত্রের খবর, অভিযুক্তরা বিনিয়োগকারীদের নানাভাবে প্রলোভন দেখাত। অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্য়বহার করার বিনিময়ে কমিশনও দেওয়া হত বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, দেখা যাচ্ছে এই প্রতারণার অঙ্ক প্রায় ৯০০ কোটি টাকা। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জেরা করে এই প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে। তবে পুলিশ কর্তাদের দাবি অন্তত হাজার খানেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই চক্র। আর সেই বিপুল অঙ্কের টাকা দেশ থেকে তুলে চিনের কোম্পানিতে পাঠানো হয়েছে।

বিভিন্ন কলসেন্টার থেকে ফোন করে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল বলে অভিযোগ। আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল সেটাও খুঁজে বের করার চেষ্টা করছে সাইবার ক্রাইম।

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের ডাক্তারদের আন্দোলনে '২৩ জনের মৃত্যু', বলল রাজ্য, কাজে ফেরার নির্দেশ SC-র ফের অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ফিরছেন হরর কমেডি নিয়ে! কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অভিনেত্রী, জবাব দিলেন নেতা ২০৩০ যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত! জানালেন মনসুখ মাণ্ডভিয়া… এটা রাজনীতির মঞ্চ নয়!প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপের পদকের রঙ বদলানোয় বললেন কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.