বাংলা নিউজ > ঘরে বাইরে > জীবন্ত হৃদপিণ্ড নিয়ে মেট্রোয় চড়লেন ডাক্তারবাবুরা, নজিরবিহীন Green Corridor

জীবন্ত হৃদপিণ্ড নিয়ে মেট্রোয় চড়লেন ডাক্তারবাবুরা, নজিরবিহীন Green Corridor

এভাবেই মেট্রো রেলপথে করা হল গ্রিন করিডোর। সৌজন্য়ে হায়দরাবাদ মেট্রো টুইট

ডাঃ গোখলের নেতৃত্বে চিকিৎকদের টিম কামিনেনি হাসপাতাল থেকে ওই সক্রিয়া হার্টটি নিয়ে নাগোলে মেট্রো স্টেশনে আসেন। নিরাপত্তা আধিকারিকরাও সবরকম সহযোগিতা করেন। 

এতদিন সড়কপথে গ্রিন করিডরের মধ্যে অঙ্গ নিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন। কিন্তু মেট্রোতে জীবন্ত হৃৎপিন্ড নিয়ে যাওয়ার কথা কোনওদিন শুনেছেন? হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য সেটাই হয়েছে হায়দরাবাদে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা রোগীর জীবন বাঁচাতে জীবন্ত হৃৎপিন্ড নিয়ে মেট্রোতে চেপেই রওনা দেন। একেবারে স্পেশাল Metro-তে এই হৃৎপিন্ড নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে রেল কর্তৃপক্ষ। ২৫ মিনিটে ২১ কিমি পথ গিয়েছে এই মেট্রোটি।

নাগোলে মেট্রো স্টেশন থেকে জুবিলি হিলস চেকপোস্ট মেট্রো স্টেশন পর্যন্ত গোটা পথকে কার্যত গ্রিন করিডর করে ফেলা হয়। টুইট করে হায়দরাবাদ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা জীবনের গুরুত্বটা বুঝি।চিকিৎসকরা যে আমাদের ভরসা রেখেছেন তাতে আমরা কৃতজ্ঞ।

 

কীভাবে এটা সম্ভব হল?

ডাঃ গোখলের নেতৃত্বে চিকিৎকদের টিম কামিনেনি হাসপাতাল থেকে ওই সক্রিয়া হার্টটি নিয়ে নাগোলে মেট্রো স্টেশনে আসেন। নিরাপত্তা আধিকারিকরাও সবরকম সহযোগিতা করেন। এদিকে সেই সময় আবার উপ্পলের টি২০ ক্রিকেট ম্য়াচ দেখে ফেরা জন্য় মেট্রো ধরতে আসছিলেন ক্রিকেটপ্রেমীরা। তার মধ্যেই গ্রিন করিডর তৈরি করে হার্ট নিয়ে যাওয়ার উদ্যোগ।

L&TMRHL এর ম্য়ানেজিং ডিরেক্টর কেভিবি রেড্ডি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হায়দরাবাদ মেট্রো রেল যাত্রীদের পরিষেবা দিয়ে দায়বদ্ধ। তবে যদি প্রয়োজন হয় তারা আরও কাজ করার জন্যও তৈরি। মূল্যবান জীবন বাঁচানোর জন্য আমরা গ্রিন করিডর তৈরি করে ফেলেছিলাম। চিকিৎসকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বন্ধ করুন