বাংলা নিউজ > ঘরে বাইরে > বছরে ২ কোটি টাকা! মাইক্রোসফটে চাকরি পেলেন ভারতীয় ইঞ্জিনিয়ার

প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে বছরে ২ কোটি টাকা প্যাকেজের চাকরি পেলেন হায়দরাবাদের ইঞ্জিনিয়ার। দীপ্তি নারকুটি নামের ওই সফটওয়্যার বিশেষজ্ঞ মাইক্রোসফটে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার গ্রেড-টু হিসাবে জয়েন করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল-এ সংস্থার হেড কোয়ার্টারে কাজ করবেন তিনি।

হায়দরাবাদের ওসমানিয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বি টেক পাশ করেন দীপ্তি। এরপর তিন বছর মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জে পি মর্গ্যান-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন তিনি। তিন বছর সেখানে কাজের সময়েই উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। তিন বছর পরেই সুযোগ পান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটি-তে মাস্টার্স করার। মেধার জন্য ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে তাঁকে বৃত্তিও প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালে পড়ার সময়েই মাইক্রোসফট, আমাজন-এর মতো একাধিক নামজাদা সংস্থায় কাজের অফার পান দীপ্তি। গত ১৭ মে মাইক্রোসফটে যোগ দেন তিনি।

দীপ্তির বাবা হায়দরাবাদ পুলিশ কমিশনারেটে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসাবে কর্মরত। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার নিজে ভিডিয়ো কলের মাধ্যমে দীপ্তিকে শুভেচ্ছা জানান।

বন্ধ করুন