স্পিকার নির্বাচনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেগু দেশম পার্টির সমস্ত নতুন এমপির সঙ্গে দেখা করলেন। এবার টিডিপি হল বিজেপির অন্য়তম সহযোগী শক্তি।
এবার টিডিপির অনেকেই প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী এদিন তাদের ভালো করে কাজ করার জন্য পরামর্শ দেন। সেই সঙ্গেই তিনি কীভাবে রাজ্যের ও দেশের জন্য ভালো কাজ করতে হবে সেব্যাপারে পরামর্শ দেন। সেই সঙ্গেই একজন আদর্শ জনপ্রতিনিধি হওয়ার জন্য কী করণীয় সেটা তুলে ধরেন তিনি। ভালো এমপি হওয়ার জন্য কী ধরনের আচরণ করতে হয় সেটাও তুলে ধরনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, আপনারা সকলেই মানুষের কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। এটা একেবারে সবসময় মনে রাখবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন।
সেই সঙ্গে সংসদে আসার জন্য় নিজেকে ভালো করে তৈরি রাখা, পড়াশোনা করার উপর জোর দেন তিনি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী জানিয়েছেন, আপনারা প্রত্যেকে কঠোর পরিশ্রম করুন। নিয়মিত পার্লামেন্টে আসার চেষ্টা করুন। ভালো করে তৈরি হয়ে তারপর সংসদে আসুন। নেতৃত্বের সঙ্গে আলোচনা করুন। কারণ এটা হল জ্ঞানের খনি। সেকারণেই একে গণতন্ত্রের মন্দির বলা হয়।
আগের মতোই তিনি টিডিপি এমপিদের নানা ব্য়াপারে পরামর্শ দিয়েছেন। একটি নির্দিষ্ট বিষয়কে তুলে এনে সেটা সম্পর্কে সার্বিকভাবে তথ্য় আহরণের উপর তিনি জোর দিয়েছেন। যাঁরা তাদের ভোট দিয়ে জিতেয়েছেন তাদের সহ সকলের যাতে সর্বোচ্চ ভালো হয় সেদিকে তিনি খেয়াল রাখতে বলেছেন। রাজনৈতিক ও আদর্শগত বিভেদ ভুলে সকলের জন্য কাজ করার ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন।
এদিকে তাঁর সঙ্গে যোগাযোগের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান? আমি তাঁর জন্য সর্বদা রয়েছি। নিউজ ১৮কে এক টিডিপি এমপি জানিয়েছেন, এই বক্তব্যটা নতুন এমপিদের অত্যন্ত ভালো লেগেছে।
অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন টিডিপি এমপি অশোক গজপতি রাজুর স্ত্রী অসুস্থ এটা জানতে পেরে মোদী দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করেন। প্রধানমন্ত্রীর এই আচরণ টিডিপি এমপিদের মন ছুঁয়ে গিয়েছে।
এদিকে সেই অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে টিডিপির সঙ্গে বিজেপির সখ্য়তা রয়েছে। তবে ২০১৮ সালে তারা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কারণ অন্ধ্রপ্রদেশকে স্পেশাল ক্যাটাগরির স্ট্যাটাস দেওয়ার দাবি জানিয়েছিল টিডিপি। কিন্তু সেটা নিয়ে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছিল। তারপরই তারা এনডিএ ছেড়ে বেরিয়ে যান।