বাংলা নিউজ > ঘরে বাইরে > VK Pandian quits politics: আমার জন্য ওড়িশায় BJD-কে হারতে হয়েছে, ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন তামিল পান্ডিয়ান

VK Pandian quits politics: আমার জন্য ওড়িশায় BJD-কে হারতে হয়েছে, ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন তামিল পান্ডিয়ান

রাজনীতি ছাড়লেন ভিকে পান্ডিয়ান। (ছবি সৌজন্যে ভিডিয়ো এবং এএনআই ফাইল)

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ সঙ্গী তথা প্রাক্তন আমলা ভিকে পান্ডিয়ান রাজনীতি ছেড়ে দিলেন। এবার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেডির ভরাডুবির অন্যতম কারণও তাঁকে বলা হচ্ছিল। সেজন্য আজ ক্ষমাও চেয়ে নেন পান্ডিয়ান।

ওড়িশায় বিজেডির ভরাডুবির পরে রাজনীতি ছেড়ে দিলেন ভিকে পান্ডিয়ান। রবিবার একটি ভিডিয়োবার্তায় ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ সঙ্গী তথা প্রাক্তন আমলা পান্ডিয়ান জানান, তাঁর বিরুদ্ধে যে প্রচার চলেছিল, তা বিজেডির হারের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিজেডি কর্মী-সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করছেন বলে জানিয়েছেন পান্ডিয়ান। তিনি সরাসরি বলেন, ‘আই অ্যাম সরি।’ তবে সেই ভিডিয়োবার্তায় নবীনকে নিজের ‘গুরু’ হিসেবে উল্লেখ করেছেন পান্ডিয়ান।

ওড়িশায় বিজেডির ভরাডুবি

এবার লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ওড়িশায় ভরাডুবি হয়েছে বিজেডির। লোকসভা নির্বাচনে একটিও আসন পায়নি। ২০টি আসনে জিতেছে বিজেপি। একটি আসনে জিতেছে কংগ্রেস। সেইসঙ্গে ওড়িশার কুর্সি হারিয়েছে বিজেডি। ১৪৭টি আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতেছে বিজেপি। ৫১টি আসনে জিতেছে বিজেডি। আর সেই হারের ফলে ভারতের ইতিহাসে সবথেকে বেশিদিনের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার রেকর্ড গড়তে পারেননি নবীন।

বিজেডির হারের দায় গিয়ে পড়ে পান্ডিয়ানের উপর

দুই নির্বাচনেই বিজেডির সেই ভরাডুবির দায় গিয়ে পড়ে পান্ডিয়ানের উপর। যিনি দু'দশক ধরে নবীনের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার পরে ২০২৩ সালের অক্টোবরে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে বিজেডিতে যোগ দিয়েছিলেন। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: Two aircrafts come alarmingly close: কয়েক হাত দূরেই! মুম্বইয়ের যে রানওয়েতে টেক-অফ করছে বিমান, তাতেই নামছে অন্য প্লেন

রাজনৈতিক মহলের মতে, সেই সিদ্ধান্তে তুমুল ক্ষুব্ধ হয়েছিলেন বিজেডির নেতা-কর্মীরা। তাঁদের মনে হয়েছিল যে বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য ঘাম ঝরানোর পরও তাঁরা যোগ্যসম্মান পাননি। অথচ পান্ডিয়ানকে সোনার চামচ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পান্ডিয়ানকে কার্যত 'ফ্রি-হ্যান্ড' দিয়ে রেখেছিলেন নবীন। প্রশাসন হোক বা দলে হোক- পান্ডিয়ান যা বলতেন, সেটাই কার্যত শিরোধার্য করে চলতে হত। সেই পরিস্থিতিতে বিজেডির কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল।

অন্যদিকে, পান্ডিয়ান যে ওড়িশার মানুষ নন, তিনি তামিলনাড়ুর মানুষ, সেই বিষয়টি প্রচারে কাজে লাগিয়ে ছিল বিজেপি। বঙ্গে যে বহিরাগত অস্ত্রে ঘায়েল হয়েছিল বিজেপি, সেটা ওড়িশায় নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। পদ্মশিবিরের তরফে প্রচারে বারবার একটি বিষয় তুলে আনা হচ্ছিল যে নবীনকে নিয়ন্ত্রণ করছেন পান্ডিয়ান। নবীন অত্যন্ত অসুস্থ। বকলমে সবকিছু করছেন পান্ডিয়ান। তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে। আর সেই প্রচার যে কাজে দিয়েছে, তা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Modi Oath Taking Ceremony LIVE: ‘মোদীকে চেনেন না, কেউ শপথ নিলে তবেই বিশ্বাস করব’

পান্ডিয়ানকে অবশ্য দোষারোপ করেননি নবীন

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, ওড়িশায় বিজেডির ভরাডুবির জন্য পান্ডিয়ানকে দোষারোপ করার বিষয়টি মোটেও ঠিক নয়। তিনি অত্যন্ত দক্ষ আইএএস অফিসার ছিলেন। যেভাবে পান্ডিয়ানের সমালোচনা করা হচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন: Modi 3.0 Cabinet Ministers List: মন্ত্রী হচ্ছেন সুকান্ত! কার্যত পড়ল সিলমোহর, মোদী ৩.০-র ক্যাবিনেটে আর কারা কারা?

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়, রতন টাটাকে শেষ দেখা দেখতে দীর্ঘ লাইন মুম্বইতে রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রকে ১৫,০০০ কোটি টাকা লোন দেবে বিশ্বব্যাংক 'তখন টেপজামা পরে পাঁচিলে হাঁটছি…', এককালের 'মামা' সব্যসাচী বদলে হলেন মিঠুর বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.