রমজান মাসে যাতে গাজায় হামলা চালানো না হয়, ইজরায়েলকে সেই আর্জি জানিয়েছিলেন। এমনই দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন যে তাঁর কথা রেখেছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। রমজান মাসে যাতে গাজায় চালানো না হয়, সেই চেষ্টা করেছিলেন তাঁরা। সেইসঙ্গে মোদী দাবি করেন, প্যালেস্তাইনের সঙ্গে তাঁর আত্মিক যোগ আছে। গাজার মানুষের কথা ভেবে রমজানের সময় ইজরায়েলকে হামলা চালাতে বারণ করেছিলেন। তারপরও ভারতীয় মুসলিমদের নিয়ে তাঁকে নিশানা করা হয় বলে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন মোদী।
রমজান মাসে গাজায় আক্রমণ নিয়ে মোদী
সংবাদমাধ্যম আজতকের একটি সাক্ষাৎকারে মোদী বলেন, 'রমজান মাস চলছিল। আমার বিশেষ দূতকে (কারও নাম বলেননি, তবে মার্চে ইজরায়েলে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল) ইজরায়েলে পাঠিয়েছিলাম। (বলেছিলাম যে) ইজরায়েল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের সঙ্গে দেখা করে ওঁদের বোঝান যে নিদেনপক্ষে রমজান মাসে যেন গাজায় বোমাবর্ষণ না করা হয়, হামলা না চালানো হয়। ওঁরা সেটা পালন করার যতটা সম্ভব চেষ্টা করেছেন। দু'তিনদিন কিছুটা লড়াই হয়েছে। কিন্তু আমি বিশেষ দূতকে পাঠিয়েছিলাম।'
আক্ষেপ মোদীর
মোদী আরও বলেন , ‘এখানে তো আপনারা আমায় মুসলমানদের নিয়ে ঘিরে ধরেন (পড়ুন আক্রমণ শানাতে থাকেন)। কিন্তু মোদী রমজান মাসে গাজায় …………………… (কথাটা শেষ হয়নি ওই সাক্ষাৎকারে)। আমি এটা নিয়ে প্রচার করি না। অনেকেই হয়ত সেই চেষ্টা করেছে। ফল মিলেছে। আমিও চেষ্টা করেছি। ভারতও করেছি। আজও প্যালেস্তাইনের সঙ্গে ততটাই টান আছে, যতটা …………………. (কথাটা শেষ হয়নি ওই সাক্ষাৎকারে)।’
হিন্দু-মুসলিম নিয়ে মোদী
প্রধানমন্ত্রী সেই কথাটা বলেছেন, হিন্দু-মুসলিমদের নিয়ে তাঁর মন্তব্যের কয়েকদিন পরেই। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার মধ্যেই সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-র সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন যে তিনি হিন্দু-মুসলিম করেন না। যেদিন থেকে তিনি হিন্দু-মুসলিম করবেন, সেদিন থেকে জনপ্রতিনিধি হিসেবে নিজের যোগ্যতা হারাবেন বলে দাবি করেন। মোদীর কথায়, 'আমি কখনও হিন্দু-মুসলিম করব না আমি। এটাই আমার প্রতিজ্ঞা।'