বাংলা নিউজ > ঘরে বাইরে > Siddaramaiah: ‘পদত্যাগ করার মতো কোনও অন্যায় করিনি…’ দুর্নীতির তদন্ত নিয়ে মুখ খুললেন সিদ্দারামাইয়া

Siddaramaiah: ‘পদত্যাগ করার মতো কোনও অন্যায় করিনি…’ দুর্নীতির তদন্ত নিয়ে মুখ খুললেন সিদ্দারামাইয়া

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (PTI Photo) (PTI)

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সিদ্ধান্তকে ‘সংবিধান বিরোধী এবং আইন বিরোধী’ বলে অভিহিত করে তিনি বলেন, এটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করবেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শনিবার তাঁর পদত্যাগের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন, রাজ্যপাল তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেওয়ার পরে, মাইসুরু নগর উন্নয়ন কর্তৃপক্ষ (এমইউডিএ) সাইট বরাদ্দ কেলেঙ্কারির সাথে জড়িত এবং বলেছেন যে তিনি পদত্যাগ করার মতো কোনও ভুল করেননি।

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের সিদ্ধান্তকে 'সংবিধান বিরোধী ও আইন বিরোধী' বলে অভিহিত করেন তিনি। এটি আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তিনি আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করবেন।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে উৎখাতের বড় ষড়যন্ত্র। দিল্লি, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে ওরা (বিজেপি) এই কাজ করেছে। কর্ণাটকেও নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি, জেডি(এস) এবং অন্যান্যরা এই ষড়যন্ত্রে জড়িত।

কংগ্রেসের হাইকমান্ড আমার সঙ্গে রয়েছে, পুরো মন্ত্রিসভা এবং সরকার আমার সঙ্গে রয়েছে। কংগ্রেসের সব বিধায়ক, এমএলসি, লোকসভা ও রাজ্যসভার সদস্যরা আমার সঙ্গে আছেন। পদত্যাগ করার মতো আমি কোনও অন্যায় করিনি।

বিরোধীদের বিরুদ্ধে অন্যায় কাজ এবং বেআইনি ও সংবিধানবিরোধী আচরণের অভিযোগ তুলে তিনি আরও বলেন, 'ওরা রাজভবনকে রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলের মতো কাজ করছেন।

' রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮ এর ধারা ১৭এ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ২১৮ ধারায় প্রদীপ কুমার এস পি-র আবেদনে উল্লিখিত কথিত অপরাধ সংঘটনের জন্য অনুমোদন দিয়েছেন, টি জে আব্রাহাম ও স্নেহময়ী কৃষ্ণ।

রাজ্যপালের এমন সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করে সিদ্দারামাইয়া বলেন, ‘আমরাও এটা আশা করেছিলাম, আমিও এটা আশা করেছিলাম। ২৬ জুলাই রাজ্যপাল পিটিশন পাওয়ার দিনই আমাকে কারণ দর্শানোর নোটিস পাঠালে তিনি আমাকে কারণ দর্শানোর নোটিস দেন। এর মানে কী?’

তিনি বলেন, 'নভেম্বর থেকে জেডি (এস) নেতা (বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী) এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদনের জন্য একটি পিটিশন রয়েছে, এছাড়াও বিজেপির প্রাক্তন মন্ত্রী শশীকলা জোলে, মুরুগেশ নিরানি এবং জনার্দন রেড্ডির বিরুদ্ধেও মামলা করার আবেদন রয়েছে। তাদের সবাইকে বাদ দিয়ে, যদি আমাকে নোটিশ দেওয়া হয়, তার মানে কী?

তদন্তের পর নভেম্বরে খনির লাইসেন্স ইস্যু সংক্রান্ত একটি মামলায় কুমারস্বামীর (প্রাক্তন মুখ্যমন্ত্রী) বিরুদ্ধে অনুমোদন চেয়েছিলেন লোকায়ুক্ত। তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। এর মানে কী- যে নোটিস আমাকে (রাজ্যপাল দ্বারা) জারি করেছেন? এটা একটা বড় ষড়যন্ত্র।

আইনজীবী-সমাজকর্মী টি জে আব্রাহামের আবেদনের ভিত্তিতে ২৬ জুলাই রাজ্যপাল গেহলট একটি ‘কারণ দর্শানোর নোটিশ’ জারি করে মুখ্যমন্ত্রীকে সাত দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যে কেন তাঁর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেওয়া হবে না।

গত ১ অগাস্ট কর্নাটক সরকার রাজ্যপালকে মুখ্যমন্ত্রীকে দেওয়া 'শো-কজ নোটিশ' প্রত্যাহারের 'কড়া পরামর্শ' দিয়েছিল এবং রাজ্যপালের সাংবিধানিক পদের 'গুরুতর অপব্যবহারের' অভিযোগ তুলেছিল। আবেদনকারী আব্রাহামের অনুরোধ অনুযায়ী আগাম অনুমোদন ও অনুমোদন প্রত্যাখ্যান করে তাকে উক্ত আবেদন প্রত্যাখ্যান করার পরামর্শও দেওয়া হয়েছিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.