মেয়ের কথায় আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার নিজে একথা জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আমার কন্যা আমাকে নৃশংতামুক্ত জীবন যাপনের ব্যাপারে অনুপ্রাণিত করেছে। এমনকী তিনি রেশম বা চামড়ার জিনিস ব্যবহারও বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রচূড়।
আরও পড়ুন - নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন
পড়তে থাকুন - বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু
দেশের প্রধান বিচারপতি বলেন, ‘আমি বিশেষভাবে সক্ষম ২ কন্যার পিতা। তারা আমাকে সব সময় উৎসাহ যোগাতে থাকে। কিছুদিন আগে আমার কন্যা আমাকে নৃশংসতাহীন একটা জীবন যাপনের অনুরোধ করে। তার পর থেকে আমি আমিষ খাবার ত্যাগ করেছি। আমি নতুন করে আর কোনও রেশম বা চামড়ার দ্রব্য কিনি না। আমার স্ত্রীও রেশম বস্ত্র কেনা বন্ধ করে দিয়েছেন।’
২০২২ সালের ৯ নভেম্বর ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব নেন ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ ১ বছর ২৭১ দিন। প্রধান বিচারপতি হিসাবে বিচারব্যাবস্থার ডিজিটাইজেশনে তাঁর উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। সোমবার দিল্লি হাইকোর্টে ডিজিটাল ল রিপোর্ট পরিষেবার উদ্বোধন করেন তিনি। সঙ্গে বিশেষ ভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত একটি রেস্তোরাঁরও দ্বারোৎঘাটন করেন।
আরও পড়ুন - বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা
তিনি বলেন, ‘আমি প্রতিদিনই বিশেষভাবে সক্ষম মানুষের সংস্পর্শে আসি। তাদের মধ্যে যে বিশাল সম্ভাবনা রয়েছে তা আমি দেখতে পাই। এই রেস্তোরাঁ কোনও ব্যতিক্রমী উদ্যোগ নয়। এখন এটা আন্দোলনে পরিণত হয়েছে।’