বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ক্ষতিপূরণের পাশাপাশি চাকরি দেওয়া হোক', কৃষক মৃত্যু নিয়ে সংসদে সরব রাহুল গান্ধী

'ক্ষতিপূরণের পাশাপাশি চাকরি দেওয়া হোক', কৃষক মৃত্যু নিয়ে সংসদে সরব রাহুল গান্ধী

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ছবি সৌজন্যে সংসদ টিভি/এএনআই)

মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

কৃষক মৃত্যু ইস্যুতে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী। কৃষকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই মোদী সরকারকে তোপ দেগে এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ এই আবহে কৃষক মৃত্যু নিয়ে এদিন সংসদে সরব হন কংগ্রেস সাংসদ। তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন যে কৃষকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ যদিও প্রশ্ন-উত্তর পর্বের পর জিরো হাওয়ারে রাহুল গান্ধী নিজের বক্তব্য পেশ করার পর বিরোধীরা ক্ষণিকের জন্য লোকসভা থেকে ওয়াকআউট করে৷

রাহুল গান্ধী এদিন বলেন, ‘কৃষকদের আন্দোলনে প্রায় ৭০০ কৃষক মারা যায়। প্রধানমন্ত্রী দেশ ও দেশের কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। এর আগে কৃষি মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল - আন্দোলনে কতজন কৃষক মারা গিয়েছে? তিনি বলেন, তাঁর কাছে কোনও তথ্য নেই।’

এরপর রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আমরা জানতে পেরেছি যে পঞ্জাব সরকার প্রায় ৪০০ জন কৃষকের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে; তাদের মধ্যে ১৫২ জনকে চাকরিও দেওয়া হয়েছে। আমার কাছে তালিকা আছে। আমরা হরিয়ানা থেকে ৭০ জন কৃষকের আরওকটি তালিকা তৈরি করেছি। আপনার সরকার বলছে আপনার কাছে তাদের নাম নেই। আমি চাই কৃষকদের তাদের অধিকার দেওয়া হোক, তাদের ক্ষতিপূরণের পাশাপাশি চাকরি দেওয়া হোক।’

উল্লেখ্য, সংসদে কেন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, বিক্ষোভের সময় যারা মারা যায় তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চায় কি না কেন্দ্র। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সংসদে এই প্রশ্নের লিখিত জবাবে জানায়, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কাছে কৃষক মৃত্যু বিষয়ে কোনও রেকর্ড নেই এবং তাই প্রশ্নই ওঠে না। এরই প্রেক্ষিতে সরব হতে এদিন মুলতুবি প্রস্তাব পেশ করেছিলেন রাহুল গান্ধী।

 

বন্ধ করুন