ঝাড়খণ্ডে এগিয়ে গেল ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল রক্ষা করল ঝাড়খণ্ডের দুর্গকে। এই দুর্গ দখল করার চেষ্টার কোনও কসুর করেনি এনডিএ। কিন্তু শেষ রক্ষা হল না।
সম্প্রতি জমি সংক্রান্ত মামলায় জেলে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী। ভোটে জেতার পরে তিনি বললেন, আমি শুনতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। এদিকে আগেই তিনি অভিযোগ করেছিলেন যে এজেন্সি দিয়ে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
শনিবার সন্ধ্যায় তিনি বলেন, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া আর এনডিএর মধ্যে এই লড়াইটা কতটা কঠিন ছিল। রাজ্য যাতে আরও শক্তিশালী হয় সেকারণে মানুষ নানা সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম ভোটাররা অংশ নিয়েছিলেন। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি যুবক, কৃষক, মহিলা, শ্রমিক সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের উপর বিশ্বাস রেখেছেন। সেকারণে আপনাদের ধন্যবাদ।
এদিকে জেলে যাওয়ার আগেই মুখ্য়মন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে ফিরে আসার পরে তিনি ফের সেই আগের পদে ফিরে আসেন।
এদিকে সকালের দিকে মানে ভোট গণনার প্রথমদিকে দেখা যাচ্ছিল এগিয়ে যাচ্ছে এনডিএ। কিন্তু পরে বোঝা যায় এগোচ্ছে জেএমএম। এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
সন্ধ্যার দিকে দেখা যায় যে সরকার গঠনের দিকে এগিয়ে গিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এরপরই পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়, হাউ ইস দ্য জোশ!
কতটা কঠিন ছিল লড়াই? প্রশ্ন ছিল হেমন্ত সোরেনের কাছে। এনিয়ে তিনি হিন্দুস্তান টাইমসকে জানান,' আমরা হোমওয়ার্ক করেছিলাম। লড়াই কঠিন ছিল। অনেকটাই গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করেছি। ভালো টিম ওয়ার্ক ভালো ছিল। মানুষের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছতে পেরেছি। লোকসভায় দেখেছিলেন, যে আমাদের রাজ্যে কীভাবে বার্তার মুভমেন্ট হয়। যে সময় জেলে ছিলাম। সেই সময় জেলের বাইরে থাকলে হয়তো ফলাফল আপনাকে সারপ্রাইজ করত। কল্পনা সোরেন ওয়ান ম্যান আর্মি হয়ে লড়েছেন। এবার তো দুজন ছিলাম। '
সেই সঙ্গেই আদিবাসী ভোটব্যাঙ্ক ইস্যুতে সোরেন বলেন.'আমার বাবার প্রভাব আদিবাসী সমাজকে একাত্ম করার ক্ষেত্রে ছিল। নির্বাচন কঠিন ছিল। উনি অনেক জায়গায় আমাদের সঙ্গে প্রচারে ছিলেন না.. তার মানে সঙ্গে ছিল মানুষ।' তিনি আরও জানিয়েছেন, 'আমরা গত ৫ বছরে রাজ্যে আছি। আমাদের সরকারকে মানুষ দেখেছেন। এটা আঞ্চলিক ভোট ছিল, অনেক ব্যাপার আছে, মানুষকে ভালো মন্দ নিয়ে বহু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।'