ওসামা বিন লাদেন কি শহিদ? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই 'আমতা আমতা' করলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের সংবাদ সংস্থা টোলো নিউজকে একটি সাক্ষাত্কার দেন কুরেশি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, ইমরান খান লাদেনকে শহিদ আখ্যা দিয়েছিলেন, সেটা কি ঠিক? জবাবে কুরেশি বলেন যে ইমরানের শব্দ প্রেক্ষাপট ছাড়া নেওয়া হয়েছিল। এরপরই কুরেশিকে সেই সাংবাদিক প্রশ্ন করেন, আপনার কি মনে হয়, লাদেন কি শহিদ? এই প্রশ্নের কোনও জবাব দিতে না পেরে আমতা আমতা করেন। তারপর বলেন এর জবাব পাস করলাম।
এই সাক্ষাত্কার নিয়েই প্রশ্ন তুলেছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি সেই সাক্ষাত্কারটি টুইট করে লেখেন, 'একটি প্রশ্নের সহজ জবাব- হ্যাঁ বা না। কিন্তু পাকিস্তানি বিদেশমন্ত্রীর জন্যে এটা খুব কঠিন ছিল। আশা করছি অন্য দেশগুলি বুঝবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান কোথায় দাঁড়িয়ে।'
উল্লেখ্য, টোলোকে দেওয়া সেই সাক্ষাত্কারে ভারত নিয়ে বিষোদগার করতে শোনা যায় কুরেশিকে। তিনি বলেন, 'তালিবানের জন্যে আফগানিস্তানে হিংসা ছড়াচ্ছে, এই কথা বললে তা বাড়িয়ে বলা হবে। আমি এটা কেন বলছি? কারণ এই পুরো বিষয়টার নেপথ্যে আরও গোষ্ঠী রয়েছে যাঁরা ঝামেলা তৈরি করছে এখানে।'
কুরেশি বলেন, 'স্বতন্ত্র দেশ হিসেবে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। ভারত আফগানিস্তানে এসে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করে। সব ভালো। আমাদের কোনও আপত্তি নেই। তবে মাঝে মাঝে মনে হয়, ভারতের উপস্থিতি এখানে একটু বেশি। দুই দেশ তো কোনও সীমান্ত ভাগাভাগি করে না।'