বুধবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় ৪১ জন। এদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা বেশ গুরুতর। এই আবহে আহতদের খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন লখনউ ডিভিশনাল কমিশনার ডঃ রোশান জেকোব। সেখানে এক আহত শিশুর মায়ের সঙ্গে কথা বলতে বলতে ভেঙে পড়েন সেই আমলা। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছ সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে আইএএস অফিসারকে বলতে শোনা যায়, ‘এই শিশুটির মনে হয় কিছু দরকার...সে নড়াচড়া করতে পারছে না...হয়ত একটা ফ্র্যাকচার আছে।’ পরে সেই আমলা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে সেই রোগীকে রেফার না করা হয় এবং চিকিৎসক ডেকে সেখানেই তার চিকিৎসা করা হয়।আমলা জানান, আহত শিশুর পরিবার তার চিকিৎসার খরচ বহন করতে পারবে না।
পুলিশের তথ্য অনুযয়ী, দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক ৭৩০-এর আইরা সেতুতে। ধৌরহারা থেকে একটি বাস লখনউ যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় সেটির। ঘটনায় অন্তত ১০ জন মারা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি লেখেন, ‘উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই খবরে গভীরভাবে শোকাহত আমি। দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাতে চাই। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে টুইটে শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করেন। টুইট বার্তায় মোদী লেখেন, ‘উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুর্ঘটনায় আমি খুবই ব্যথিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি। প্রার্থনা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। PMNRF থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে মৃতদের নিকটাত্মীয়কে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’