বিশ্বকাপে পাকিস্তানের হারের পরই 'জালি' মিস্টার বিন নিয়ে খোঁচা দিয়েছিলেন জিম্বাবোয়ের রাষ্ট্রপতি। সেই খোঁচার জবাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয় জিম্বাবোয়ে। এরপরই জিম্বাবোয়ের রাষ্ট্রপতি অভিনন্দনমূলক টুইটে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এর জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘ যে স্পিরিট নিয়ে ক্রিকেট খেলা উচিত, তা পাকিস্তানের রয়েছে’।
পাকিস্তান-জিম্বাবোয়ের ম্যাচের আগে নেটিজেনরা বলেছিলেন, 'আমরা জিম্বাবোয়ের মানুষরা আপনাদের কখনও ক্ষমা করব না। আপনারা একবার আমাদের মিস্টার বিনের পরিবর্তে জালি পাকিস্তানি বিনকে পাঠিয়েছিলেন। সেটার বদলা নেওয়া হবে।' সেই রেশ টেনেই জিম্বাবোয়ের রাষ্ট্রপতি ডাম্বুডজো মানঙ্গাগওয়া টুইট করে লেখেন, ‘জিম্বাবোয়ের জন্য কী দুর্দান্ত এক জয়! চেবরনদের শুভেচ্ছা। পাকিস্তান যেন এরপরের বার আসল মিঃ বিন পাঠায়।’
এর জবাবে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে লেখেন, ‘পাকিস্তানের কাছে প্রকৃত মিস্টার বিন নেই। তবে যে স্পিরিট নিয়ে ক্রিকেট খেলা উচিত, তা পাকিস্তানের রয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে জানি। জিম্বাবোয়ে সত্যিই ভালো খেলেছে আজ। আপনাকে অভিনন্দন মিঃ প্রেসিডেন্ট।’
উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১ রানে হেরে যায় পাকিস্তান। জিম্বাবোয়ের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় বাবর আজম, মহম্মজদ রিজওয়ানরা। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে। ১৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাজে ব্যাটিংয়ের কারণে ১ রানের ব্যবধানে ম্যাচ হারে পাকিস্তান। এরপরই জালি মিঃ বিন নিয়ে খোঁচা দেন জিম্বাবোয়ের রাষ্ট্রপতি।