ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ১ অগস্ট থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক কিছু বদল আনতে চলেছে।
ICICI ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের এটিএম-এর ইন্টারচেঞ্জ চার্জ এবং চেক বুকের চার্জের পরিবর্তন করা হচ্ছে।
হোম ব্র্যাঞ্চে কোনও ফি নেওয়া হবে না
অ
গস্ট মাস থেকে, আইসিআইসিআইআই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের হোম ব্রাঞ্চে দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকার নগদ লেনদেন করতে পারবেন। এর বেশি হলে সেক্ষেত্রে প্রতি ১ হাজার টাকায় ৫ টাকা করে দিতে হবে। একই সঙ্গে, কোনও নন-হোম শাখায় প্রতিদিন ২৫,০০০ টাকা পর্যন্ত নগদ লেনদেনের জন্য কোনও চার্জ নেই। ২৫,০০০ এর উপরে প্রতি ১ হাজার টাকায় ৫ টাকা।
ATM ইন্টারচেঞ্জ চার্জ
এক মাসে ৬টি মেট্রো লোকেশনে প্রথম ৩ টি ATM লেনদেন বিনামূল্যে হবে। অন্যান্য স্থানে মাসে প্রথম ৫ টি লেনদেন বিনামূল্যে হবে।
চেক বই
বছরে ২৫ টি চেকের জন্য কোনও ফি দিতে হবে না। এরপর অতিরিক্ত চেকবইয়ের পাতা লাগলে সেটা টাকা দিয়ে কিনতে হবে। প্রতি ১০টি পৃষ্ঠার জন্য ২০ টাকা করে দিতে হবে।