এতে আপনার পকেটে কী প্রভাব পড়বে? সহজ হিসাবে, এমসিএলআর বাড়ানোর মানে, এখন থেকে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের সুদ বাড়বে। ঋণ পরিশোধ করতে আগের চেয়ে বেশি সুদ দিতে হবে।
1/5MCLR রেটে সংশোধন করল ICICI এবং পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে অতিরিক্ত হারে সুদ প্রযোজ্য হবে। ফাইল ছবি: রয়টার্স, পিক্সাবে (Reuters, Pixabay)
2/5পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক: PNB-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ওভারনাইট MCLR রেট বাড়িয়ে ৭.৯০% করা হয়েছে। এক মাসের MCLR বাড়িয়ে ৮% করা হয়েছে। এটি আগে ৭.৯০% ছিল। ৩ মাসের MCLR আগে ছিল ৮% । সেটি এখন বাড়িয়ে ৮.১০% করা হয়েছে। ৬ মাসের MCLR ছিল ৮.২০% । সেটি বেড়ে এখন ৮.৩০% দাঁড়িয়েছে। এক বছরের MCLR আগে ৮.৩০% ছিল। সেটি বেড়ে ৮.৪০% হয়েছে। তিন বছরেরটি ৮.৬০% থেকে বাড়িয়ে ৮.৭০% করা হয়েছে। ছবি : পিটিআই (Reuters, Pixabay)
3/5ICICI ব্যাঙ্ক: ওয়েবসাইট অনুযায়ী, ওভারনাইট MCLR রেট এখন বাড়িয়ে ৮.৪০% করা হয়েছে। এক মাসের ক্ষেত্রেও ৮.৪০% । তিন মাসের MCLR ৮.৪৫% । ৬ মাসের MCLR রেট ৮.৬০% । এক বছরের MCLR রেট দাঁড়িয়েছে ৮.৬৫% । ফাইল ছবি: মিন্ট (Reuters, Pixabay)
4/5এতে আপনার পকেটে কী প্রভাব পড়বে? সহজ হিসাবে, এমসিএলআর বাড়ানোর মানে, এখন থেকে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের সুদ বাড়বে। ঋণ পরিশোধ করতে আগের চেয়ে বেশি সুদ দিতে হবে। ফাইল ছবি: পিক্সাবে (Reuters, Pixabay)
5/5হোম লোন, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI বাড়বে। অর্থাৎ আপনার ঋণে বাড়তি খরচের চাপ বাড়তে চলেছে। কোনও ব্যাঙ্ক এমসিএলআর হারের চেয়ে কম সুদে ঋণ দিতে পারে না। ফাইল ছবি: পিক্সাবে (Reuters, Pixabay)