বাংলা নিউজ > ঘরে বাইরে > ICICI Bank fraud: কোছার ও ধূতের সংস্থায় ডিরেক্টর মালি-সাফাইকর্মীরা, নালিশ ইডি’র

ICICI Bank fraud: কোছার ও ধূতের সংস্থায় ডিরেক্টর মালি-সাফাইকর্মীরা, নালিশ ইডি’র

আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি চন্দা কোছারের স্বামী আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত দীপক কোছার। (ফাইল ফোটো)

অনেকেরই দাবি, যে সংস্থার তিনি অধিকর্তা, তার নামই শোনেননি কখনও।

বাড়ির মালি, ড্রাইভার এবং অফিস পিওনদের ভুয়ো সংস্থার অধিকর্তা হিসেবে দেখিয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চন্দা কোছারের স্বামী দীপক কোছার ও ভিডিওকন গ্রুপ চেয়ারম্যান বেণুগোপাল ধূত। গত নভেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটর দাখিল করা চার্জশিটে এমনই অভিযোগ করা হয়েছে।

এই সমস্ত কর্মচারীদের বয়ান ইডি-র চার্জশিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের অনেকে দাবি করেছেন, যে সংস্থার তিনি অধিকর্তা, তার নামই শোনেননি কখনও। 

৩ নভেম্বর দাখিল করা চার্জশিটটি হিন্দুস্তান টাইমস দেখেছে। চার্জশিটে বলা হয়েছে, ১৯৯৪ সাল থেকে ধূতের আহমেদনগর বাংলোয় কর্মরত সাফাইকর্মী কেশরমল নেনসুখলাল গান্ধী ইন্ডিয়ান রেফ্রিজারেটর কোম্পানি লিমিটেড সংস্থার অধিকর্তা পদে রয়েছেন। ইডি-কে তিনি জানিয়েছেন, ওই সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং তিনি যে সেখানে অধিপর্তা পদে রয়েছেন, সে ধারণাও তাঁর ছিল না। বলা বাহূল্য, সংস্থার লেনদেন সংক্রান্ত হিসেবও তাঁর অজানা।

ভিডিওকন ইন্টারন্যাশনাল সংস্থায় ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মালি হিসেবে কর্মরত লক্ষ্মীকান্ত সুধাকর কাটোরে ইডি-কে জানিয়েছেন, বিবিধ সংস্থায় তিনি অধিকর্তা পদে রয়েছেন এবং রিয়েল ক্লিনটেক প্রাইভেট লিমিটেড সংস্থায় নিজের ৫০% মালিকানা সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। ভিডিওকন থেকে মাসিক ১০,০০০ টাকা বেতন প্রাপ্তির কথা অবশ্য তিনি স্বীকার করেছেন। 

একই ভাবে বসন্ত শেষরাও কাকাড়ে নামে ভিডিওকন-এ ১৯৯৮ সাল থেকে কর্মরত এক ব্যক্তিকে একশোর বেশি সংস্থার ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে। তিনি আদতে দফতর পরিচালনা, ব্যাঙ্ক সংক্রান্ত কাজ, আয়কর ও পরিষেবা কর রিটার্ন জমা করার দায়িত্বে ভিডিওকন-এ নিযুক্ত ছিলেন। তাঁর বক্তব্য, কোনও সংস্থারই নথিপত্র তিনি দেখেননি। 

এর পাশাপাশি দীপক কোছারও তাঁর পরিচিত অনেককে বিবিধ ভুয়ো সংস্থার অধিকর্তা ও অন্যান্য উঁচু পদাধিকারী হেসেবে দেখিয়েছেন বলে অভিযোগ ইডি-র। যেমন, ছোটবেলার বন্ধু আনন্দ মোহন দালওয়ানিকে ছয়টি সংস্থার অধিকর্তা হিসেবে দেখানো হয়েছে। দালওয়ানি ইডি-কে জানিয়েছেন, একমাত্র কোছারের নির্দেশেই তিনি নানান নথিতে সই করতেন। 

চন্দা কোছারের ভাইয়ের স্ত্রী নীলম মহেশ আদবানিকেও একাধিক সংস্থার ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে। তবে তাঁকে কার্যত নিষ্ক্রিয় অধিকর্তা হিসেবেই দেখানো হয়েছে।

আবার দীপক কোছারের সংস্থা এচান্ডা উর্জা প্রাইভেট লিমিটেডে পিওন হিসেবে কর্মরত এবং তাঁর বাবার দেখভালের কাজে নিযুক্ত কর্মী শরদ শংকর মাত্রেকে পিসিএসপিএল সংস্থার ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে। জানা গিয়েছে, তাঁকে দিয়ে ওই সংস্থার বিভিন্ন নথিতে সই করানো হয়েছে, যদিও সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। 

ইডি-র অভিযোগ, দীপক কোছারের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে মোট ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছে ভিডিওকন গ্রুপ, যা মূলত ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল। 

অন্য দিকে, ইডি-র চার্জশিটকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কোছারের আইনজীবী  বিজয় আগরওয়াল। এই বিষয়ে ধূতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

পরবর্তী খবর

Latest News

বয়স বাড়ছে চিনের, লাগাতার কমছে জনসংখ্যা! বাবাকে ছুরিকাঘাত, ছোট্ট তৈমুর-জেহর চিন্তায় প্রাক্তন আয়া, ‘ওরা নিশ্চয়ই…’ গার্ডনারের শতরান, কিংয়ের ৫ উইকেট, সবকটা ODI জিতে অ্যাসেজে অ্যাডভান্টেজ নিল অজিরা পাপারাজ্জিদের ভুরিভুরি ফুটেজই কি দায়ি সইফ-করিনার বাড়ির ডাকাতিতে? জবাব কার্তিকের বিশ্বের প্রথম ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালুর পরিকল্পনায় পশ্চিমবঙ্গ! পুলিশকে গুলি করে পালানো সাজ্জাককে বন্দুক দেয় এক বাংলাদেশি, দাবি সরকারি আইনজীবীর রাহুল সঙ্গে নাইট ড্রেসে ছবি পোস্ট করে সম্পর্কে সিলমোহর দিলেন শ্রদ্ধা কাপুর? শূন্যে ভেসে একহাতে ধরলেন বল, তারপর ঝাঁপিয়ে নিলেন ক্যাচ! অবিশ্বাস্য দক্ষতা অজির TRP: নতুন বছরে ফুলকিকে হটিয়ে নতুন টিআরপি টপার পরিণীতা! আচমকা কথা-গীতার নম্বর কমল ICCচ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ছয় কার? শীর্ষে ভারত, তবে রোহিত-ধোনি-বিরাট নয়

IPL 2025 News in Bangla

‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.