বাংলা নিউজ > ঘরে বাইরে > ICICI FD Rates Hike: ফিক্সড ডিপোজিটের রেট বাড়াল ICICI ব্যাঙ্ক!

ICICI FD Rates Hike: ফিক্সড ডিপোজিটের রেট বাড়াল ICICI ব্যাঙ্ক!

ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)

ICICI ব্যাঙ্কে এখন ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩.৭৫% থেকে ৬.২৫% পর্যন্ত সুদের হার পাবেন। সর্বোচ্চ সুদের হার এখন ৬.৫০% দাঁড়িয়েছে৷

২ কোটি টাকার বেশি মূল্যের ৫ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার সংশোধন করল ICICI ব্যাঙ্ক। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন সুদের হারগুলি ১৫ অক্টোবর ২০২২ থেকে কার্যকর৷ এই পরিবর্তনের ফলে, ICICI ব্যাঙ্কে এখন ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩.৭৫% থেকে ৬.২৫% পর্যন্ত সুদের হার পাবেন। সর্বোচ্চ সুদের হার এখন ৬.৫০% দাঁড়িয়েছে৷ আরও পড়ুন : SBI Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, জানুন নয়া রেট

ICICI ব্যাঙ্ক এফডি রেট

আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ থেকে ২৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক এখন ৩.৭৫% সুদ দেবে। ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদের আমানতের ক্ষেত্রে ৪.৭৫% সুদের হার প্রযোজ্য হবে। এখন থেকে ৪৬ থেকে ৬০ দিনের মধ্যের মেয়াদের আমানতে ৫% হারে সুদ পাবেন। ৬১ থেকে ৯০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৫.২৫% হারে সুদ পাবেন। ৯১ দিন থেকে ১৮৪ দিনের আমানতে ICICI ব্যাঙ্ক এখন ৫.৫০% সুদ দেবে। ১৮৫ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ব্যাঙ্ক এখন ৫.৭৫% সুদের হার প্রযোজ্য হবে।

আইসিআইসিআই ব্যাঙ্কের ২৭১ দিন থেকে এক বছরের কম সময়ের মেয়াদের স্থায়ী আমানতে ৬% এবং এক বছর থেকে ৩৮৯ দিন পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের উপর ৬.৫০% সুদের হার প্রযোজ্য হবে। ৩৯০ দিন থেকে ২ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া স্থায়ী আমানতের সুদের হার হবে ৬.৪৫%। এছাড়াও ২বছর ১ দিন থেকে ৩ বছরের স্থায়ী আমানতের সুদের হার হবে ৬.৫০%। ৩ বছর ১ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতে ICICI ব্যাঙ্ক এখন ৬.২৫% হারে সুদ দেবে। আরও পড়ুন: Canara Bank Special FD Rate: FD-তে বিশেষ সুযোগ কানাড়া ব্যাঙ্কের! সুদ পাবেন ৭.৫ শতাংশ, কতদিনের জন্য বিনিয়োগ?

ICICI গোল্ডেন ইয়ারস এফডি

আইসিআইসিআই ব্যাঙ্কের বিশেষ এফডি প্রকল্প 'গোল্ডেন ইয়ারস এফডি'-র মেয়াদও বাড়ানো হয়েছে। এর আগে এই স্কিম শেষ হওয়ার তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর ২০২। সেখান থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত এই সুবিধা বাড়ানো হয়েছে। এর আগে ৭ অক্টোবর ২০২২ পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছিল। ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ 'আইসিআইসিআই ব্যাঙ্ক গোল্ডেন ইয়ারস এফডি' স্কিম চালু করেছিল। এই স্কিমের আওতায় ০.৫০% অতিরিক্ত সুদ ছাড়াও, আরও বাড়তি ০.১০% হারে বেশি সুদ পান প্রবীণ নাগরিকরা।

এই বিশেষ সুবিধা শুধুমাত্র ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মেয়াদী FD-র ক্ষেত্রেই প্রযোজ্য। ICICI ব্যাঙ্কে ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের মধ্যের ম্যাচিওরিটির আমানতের উপর ৬.০০% সুদের হার প্রযোজ্য হয়। তবে, প্রবীণ নাগরিকরা ৬.৬০% সুদের হার পাবেন। এটি আদর্শ হারের তুলনায় মোট ৬০ বেসিস পয়েন্ট বেশি৷ এই বিশেষ সুদের হার ICICI ব্যাঙ্কের ২ কোটি টাকার কম অঙ্কের একক FD-র ক্ষেত্রে প্রযোজ্য। অতিরিক্ত সুদের হার নতুন চালু করা আমানতের পাশাপাশি এই পুরো স্কিমের সময়কাল জুড়ে রিনিউ করা সমস্ত আমানতের উপর প্রযোজ্য হবে।

বন্ধ করুন