২০২২ সালের মে থেকে বেশ কয়েকবার স্থায়ী আমানতে (FDs) সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধি করেছে। আর সেই কারণে FD-তে সুদের হার আরও বৃদ্ধি পেয়েছে। আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৯.৫% পর্যন্ত সুদ পাবেন! কোথায় টাকা রাখলে মালামাল হবে?
যদিও, এবার এপ্রিলের MPC বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেটের হার আর বৃ্দ্ধি করেনি। গত ১১ মাস ধরে রেপো রেটের হার বৃদ্ধি করার প্রবণতায় ইতি টেনেছে RBI। গত বছর থেকে রেপো রেট প্রায় ২৫০ বেসিস পয়েন্ট (BPS) বেড়েছে। সর্বশেষ বার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৫ bps বৃদ্ধি করা হয়েছিল। রেপো রেট ৬.৫ শতাংশে পৌঁছে যায়। আর এর ফলে ক্রমাগত সুদের হার বৃদ্ধি পেয়েছে।
ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র লেটেস্ট FD রেট জানতে চান? তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।
ICICI ব্যাঙ্কের FD রেট
ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট(FD) স্কিমে 3.00% থেকে 7.10% p.a. সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের হার দেওয়া হয়। স্কিমের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। সুদের হার ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
HDFC ব্যাঙ্কের FD রেট
HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারবেন। জমাকৃত অঙ্কের উপর সুদ পেতে পারেন। আপনি 3% থেকে 7.1% p.a পর্যন্ত সুদের হার পাবেন। প্রবীণ নাগরিকরা 0.50% অতিরিক্ত সুদের হার পাবেন। ৭ দিন থেকে ৫ বছর মেয়াদে ৩.৫% থেকে ৭.৬% সুদ পাবেন। না সুদের হার ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
Axis ব্যাঙ্কের FD রেট
অ্যাক্সিস ব্যাঙ্কে 3.00-7.20% p.a ফিক্সড ডিপোজিট রেট পাবেন। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। সুদের হার ২১ এপ্রিল থেকে কার্যকর হবে।
SBI ব্যাঙ্কের FD রেট
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(SBI) বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স এবং সুবিধা সহ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতে আকর্ষণীয় সুদের হার পাবেন। সাধারণ জনগণের জন্য SBI FD-তে সুদের হার 3.00% থেকে 7.10% p.a। প্রবীণ নাগরিকদের জন্য FD রেট 3.50% থেকে 7.60% p.a। নয়া সুদের হার ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আরও পড়ুন: সুদের হার বেশি, এই বিশেষ FD-র মেয়াদ বাড়ল আরও ৬ মাস, নিয়ম কী? কত লাভ হবে?