বাংলা নিউজ > ঘরে বাইরে > ICSE, ISC Result 2021: প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল, দেখুন রেজাল্ট

ICSE, ISC Result 2021: প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল, দেখুন রেজাল্ট

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসির ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দেখুন আইসিএসই দশম শ্রেণির (ICSE) এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট।

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসির ফলাফল। এই নিয়ে টানা দু'বার বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ায় ফল প্রকাশ করল দা কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইএসসিই)। শনিবার দুপুর তিনটে থেকে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-এ ফল জানা যাচ্ছে।

করোনাভাইরাসের জেরে এবার দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেয়নি সিআইএসসিই। মূূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে। শনিবার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আইসিএসই দশম শ্রেণির (ICSE) পরীক্ষায় পাশের হার ৯৯.৯৮ শতাংশ। আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় (ISC) পাশ করেছেন ৯৯.৭৬ শতাংশ পড়ুয়া। পাশাপাশি যে পড়ুয়ারা নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা ঐচ্ছিক পরীক্ষা দিতে পারবেন বলে আগেই জানানো হয়েছিল।

কীভাবে রেজাল্ট দেখবেন? 

১) দা কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-তে যান

২) কোর্স বেছে নিন (ICSE নাকি ISC)। 

৩) ইউডিআই (Candidate UID), ইনডেক্স নম্বর (Index number) এবং ক্যাপচা (Captcha) দিন। 

৪) তারপর 'Show Result'-এ ক্লিক করু।

৫) ভবিষ্যতের জন্য রেজাল্ট প্রিন্ট-আউট করে রাখুন।

দেখুন আইসিএসই দশম শ্রেণির (ICSE) এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট - এখানে দেখুন

SMS-এর মাধ্যমে রেজাল্ট জানার উপায়?

১) আইসিএসই দশম শ্রেণির (ICSE) পরীক্ষার রেজাল্ট : নিজের মোবাইলে ICSE<Space><Unique Id> লিখুন। তারপর 09248082883 নম্বরে পাঠিয়ে দিন।

২) আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট : নিজের মোবাইলে ISC<Space><Unique Id> লিখুন। তারপর 09248082883 নম্বরে পাঠিয়ে দিন।

বন্ধ করুন