বাংলা নিউজ > ঘরে বাইরে > IDBI Bank Bidding Process: ভুল হাতে যাতে না যায় IDBI, দর হাঁকার প্রথম পর্বেই লাগবে শাহের মন্ত্রকের ছাড়পত্র

IDBI Bank Bidding Process: ভুল হাতে যাতে না যায় IDBI, দর হাঁকার প্রথম পর্বেই লাগবে শাহের মন্ত্রকের ছাড়পত্র

আইডিবিআই ব্যাঙ্ক (MINT_PRINT)

আইডিবিআই-এর ৩০.৪৮ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে কেন্দ্র। এবং ব্যাঙ্কের ৩০.২৪ শতাংশ শেয়ার ‘অফলোড’ করবে এলআইসি।

আইডিবিআই ব্যাঙ্কের বিলগ্নীকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবহে দর হাঁকতে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, আইডিবিআই ব্যাঙ্কের ব্যবস্থাপনার অধিকার সহ সিংহভাগ শেয়ার কিনতে ইচ্ছুক বিনিয়োগকারীকে টেন্ডারের প্রথম পর্বেই স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পেতে হবে। প্রসঙ্গত, অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার জন্য দর হাঁকার জন্য সাধারণত দ্বিতীয় পর্বে স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পেতে হয়। তবে আইডিবিআই-এর ক্ষেত্রে দর হাঁকার প্রথম পর্বেই এটি বাধ্যতামলক করা হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্র সরকার এবং এলআইসি যুগ্মভাবে আইডিবিআই ব্যাঙ্কের ৯৪ শতাংশ অংশীদার। এই আবহে সিংহভাগ শেয়ার বিক্রির পরিকল্পনা করলেও ব্যাঙ্কের নির্দিষ্ট সংখ্যক শেয়ার ধরে রাখবে তারা। ইতিমধ্যেই সরকারের তরফে আইডিবিআই ব্যাঙ্কের জন্য ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ আহ্বান করা হয়েছে। ১৬ ডিসেম্বরের মধ্যে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার কেনার জন্য আবেদন জানাতে হবে আগ্রহী বিনিয়োগকারীদের। এই ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ ১৮০ দিন পর্যন্ত বৈধ থাকবে। প্রয়োজনে এর বৈধতা আরও ১৮০ দিন বৃদ্ধি করা যাবে।

জানা গিয়েছে, আইডিবিআই-এর ৩০.৪৮ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে কেন্দ্র। এবং ব্যাঙ্কের ৩০.২৪ শতাংশ শেয়ার ‘অফলোড’ করবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া৷ এর ফলে একসাথে কেন্দ্র এবং এলআইসি ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে। প্রসঙ্গত, কেন্দ্র সরকার এবং এলআইসি যুগ্মভাবে আইডিবিআই ব্যাঙ্কের ৯৪ শতাংশ অংশীদার। আইডিবিআই ব্যাঙ্কে ৪৯.২ শতাংশ শেয়ার রয়েছে এলআইসির। ব্যাঙ্কের গভীর আর্থিক সমস্যার সময়ে এলআইসি এই শেয়ার কিনেছিল। এদিকে সরকার ব্যাঙ্কের ৪৫.৪৮ শতাংশ শেয়ারের মালিক। বর্তমানে ব্যাঙ্কের নন-প্রমোটার শেয়ারহোল্ডিং দাঁড়িয়েছে ৫.২৯ শতাংশ।

বন্ধ করুন