ছত্তিশগড়ের বীজাপুরে মাওবাদী হামলায় ৯ জনের মৃত্যুর শোকসংবাদ এল প্রকাশ্যে। জানা গিয়েছে, মাওবাদী হামলায় এক আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। আইইডি বিস্ফোরণের জেরে ৮ ডিআরজি জওয়ান ও একজন ড্রাইভারের মৃত্যু হয়েছে।
দান্তেওয়াড়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজির ৮ জওয়ান সহ ৯ জনের এই বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় ছত্তিশগড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, তারা সকলে একটি যৌথ অভিযান থেকে ফিরছিলেন। মাওবাদীদের নিশানা করেই ছিল যৌথ অভিযান। নারায়ণপুর, বীজাপুর, দান্তেওয়াড়ার পুলিশের সঙ্গে একযোগে তারা এই যৌথ অভিযান চালাচ্ছিলেন। সেই অভিযান থেকে ফেরার সময়ই এই আইইডি বিস্ফোরণ হয়।
বস্তারের পুলিশের আইজি জানিয়েছেন, বিস্ফোরকের সঙ্গে ধাক্কা লাগতেই গাড়িটি বিস্ফোরণের শিকার হয়েছে। জানা গিয়েছে, এদিকে, মাওবাদী অধ্যুষিত আমবুঝমাড়ের জঙ্গলে চলছে ফোর্স বনাম মাওবাদীদের লড়াই। নারায়ণপুর, দান্তেওয়াড়ার সীমান্তে ওই সংঘাত চলছে।
জানা গিয়েছে এই মাওবাদী হামলায় একটি গাড়িকে উড়িয়ে দেওয়া হয়। এর আগে, বস্তারে একটি স্করপি গাড়িকে আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। সেখান অভিযান থেকেই ফিরছিলেন ওই ৯ জন। সোমবার জওয়ানদের গাড়িকে টার্গেট করেই ওই আইইডি ছিল বলে খবর। মনে করা হচ্ছে, এই ঘটনা বদলার। এর আগে, ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাওবাদীকে নিকেশ করা হয়। সেই ঘটনার বদলা মাওবাদীরা বীজাপুরে নিতে চেয়েই এই ঘটনা ঘটিয়েছে। এছাড়াও আজ সকালে অবুঝমাড়ের জঙ্গলে দুই মহিলা সহ ৫ জনকে নিকেশ করে যৌথ বাহিনী। সেখান থেকে একে ৪৭, সেল্ফ লোডিং রাইফেল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। আটজন নিরাপত্তা কর্মী জেলা রিজার্ভ গার্ডের অন্তর্গত ছিলেন, রাজ্যে মাওবাদ মোকাবিলা করার জন্য গঠিত একটি বিশেষ পুলিশ ইউনিট। ভিজ্যুয়ালগুলি ঘটনাস্থলে একটি বিশাল গর্ত দেখায়, যা আইইডি বিস্ফোরণের তীব্রতা নির্দেশ করে যা জওয়ানদের হত্যা করেছিল।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশকে মাওবাদী শূন্য করতে ডেডলাইন বেঁধে দেন। সেই মতো ছত্তিশগড় থেকে শুরু করে একাধিক জায়গায় অভিযানে নামে ফোর্স। নিরাপত্তা বাহিনীর এই ক্রমাগত অভিযানের মাঝেই সোমবার বীজাপুরের কুটরু রোডে ডিআরজির গাড়িতে মাওবাদী হামলার ঘটনা ঘটে যায়।